নিজস্ব প্রতিবেদক:
১৪ লাখ সরকারি কর্মকর্তার মধ্যে বিনামূল্যে তথ্য ও ছবি আদান-প্রদানের অ্যাপ ‘আলাপন’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকালে সচিবালয়ে অ্যাপটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অ্যাপ আলাপনের মাধ্যমে দেশ-বিদেশ থেকে নিজেদের মধ্যে বার্তা, ছবি ও নথি আদান-প্রদান করতে পারবেন সরকারি কর্মকর্তারা।
অ্যাপটি পাওয়া যাবে গুগল ও আইওএস প্লে-স্টোরে। জাতীয় পরিচয়পত্র নম্বর ও কর্মকর্তাদের পে-স্কেলের মোবাইল নম্বর ব্যবহার করে অ্যাপ আলাপন ডাউন লোড করা যাবে।