সিরিজে ২-০ তে এগিয়ে গেল টাইগাররা

সিরিজে ২-০ তে এগিয়ে গেল টাইগাররা

শেয়ার করুন

।। এটিএন টাইমস স্পোর্টস ডেস্ক।।

প্রথম ম্যাচের তুলনায় লড়াই কিছুটা জমেছিল। কিন্তু তাতে অস্ট্রেলিয়ার ভাগ্য বদল হয়নি। সিরিজের দ্বিতীয় ম্যাচেও হেরেছে শক্তিশালী অস্ট্রেলিয়া। আজ মিরপুর স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ। সিরিজে ২-০ তে এগিয়ে গেল টাইগাররা20210805_020336
আগে ব্যাট করে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ১২১ রান তুলেছিল। জবাবে ১৮.৪ ওভারে ১২৩ রান তুলে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। ৬ আগস্ট সিরিজের তৃতীয় ম্যাচ খেলবে দুই দল।

রান তাড়া করতে নেমে শুরুতে সুবিধা করতে পারেনি বাংলাদেশও। ২১ রানে ২ উইকেট পতনের পর সাকিব-মেহেদীর ব্যাটে বিপদ কাটায় স্বাগতিকরা। ৩৭ রানের জুটি ভাঙে সাকিব বোল্ড হলে। পরে মাহমুদউল্লাহ,মেহেদী দ্রুত ফিরলে ৬৭ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। তারপর আর বিপদ হতে দেননি আফিফ হোসেন ও নুরুল হোসেন সোহান। তারা দলকে জয়ের বন্দরে নিয়ে যান।অবিছিন্ন ৫৬ রানের জুটি গড়েন তারা।আফিফ অপরাজিত ৩৭, সোহান অপরাজিত ২২ রান করে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ১৩ রানে অ্যালেক্স ক্যারির উইকেট হারায় অস্ট্রেলিয়া। মেহেদী হাসানের বলে ক্যাচ দেন ১১ রান করা ক্যারি। পাওয়ার প্লে’র শেষ ওভারে মুস্তাফিজের বলে বোল্ড হন জশ ফিলিপে (১০)। তৃতীয় উইকেটে মিচেল মার্শ-মোসেস হেনরিকস ৫৭ রানের জুটি গড়েন। সেই জুটি ভাঙেন সাকিব। হেনরিকস ৩০ রান করে বোল্ড হন। একপ্রান্ত আগলে খেলা মার্শ ফিরেন ১৭তম ওভারে। শরীফুলের বলে ক্যাচ দেন মার্শ। ৪৫ রান করেন তিনি। ১৮তম ওভারে পরপর দুই বলে মুস্তাফিজের শিকার হন ম্যাথু ওয়েড (৪) ও অ্যাস্টন অ্যাগার (০)। হ্যাটট্রিক পূরণ না হলেও এ বাঁহাতি পেসারই শেষ দিকে অস্ট্রেলিয়ার রান তোলার চেষ্টাকে আটকে দেন। স্টার্ক অপরাজিত ১৩ রান করেন। বাংলাদেশের মুস্তাফিজ ৩টি, শরীফুল ২টি, সাকিব- মেহেদী ১টি করে উইকেট নেন।