৪৪ বছর পর কোপার ফাইনালে পেরু

৪৪ বছর পর কোপার ফাইনালে পেরু

শেয়ার করুন

1562196348_515139_1562209021_noticia_normalস্পোর্টস ডেস্ক :

কোপা আমেরিকার ফাইনালে উঠেছে পেরু। বৃহস্পতিবার সকালে দ্বিতীয় সেমিফাইনালে তারা ৩-০ গোলে হারিয়েছে টানা দুইবারের চ্যাম্পিয়ন চিলিকে। এই জয়ে ১৯৭৫ সালের আবারও ফাইনালের টিকিট পেলো পেরু।

টানা তৃতীয় ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে অ্যা্রেনা ডি গ্রেমিওতে পেরুর মুখোমুখি হয় চিলি। আর ৪৪ বছর পর ফাইনালে পা রাখার আকাঙ্খা নিয়ে মাঠে নামে পেরুভিয়ানরা। দু-দলের এক লক্ষ্য ভিন্ন কৌশলে পেরুভিয়ানদের উল্লাস ২১ মিনিটে। এডিনসন ফ্লোরেসের গোলে এগিয়ে  যায় পেরু।

ব্যবধান দ্বিগুণ করতে বেশি সময় নেয়নি দ্যা হুয়াইট অ্যান্ড রেডরা। ৩৮ মিনিটে গোলরক্ষক আরিয়াসের ভুলের খেসারত দিতে হয়েছে চিলিকে। গোল পোস্ট ফাঁকা পেয়ে লক্ষ্যভেদ করেন জসিমার জোতুন।

গোল হজমের পর তা পরিশোধে মরিয়া হয়ে উঠে চিলি। এসময় একাধিকক সুযোগ তৈরি করলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় কাঙ্খিত গোল পায়নি লা রোজারা।

উল্টো ইনজুরি টাইমে চিলির জালে আরেকবার বল পাঠিয়ে সানচেজ ভিদালদের স্বপ্ন চুর্ণবিচূর্ন করে দেন পাওলো গুয়েরেরো।

শেষ বাঁশি বাজার আগ মুহূর্ত ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল  চিলি।  কিন্তু পেনাল্টি পেয়েও  সেই সুযোগ কাজে লাগাতে ব্যার্থ হয়েছেন এদুয়ার্দো ভারগাস। তার দুর্বল স্পট কিক ফিরিয়ে দেন গোলরক্ষক পেদ্রো গ্যালেস। এদিন আসলেই ভাগ্য সহায় হয়নি চিলির।
শেষ পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়ন চিলিকে কাঁদিয়ে ১৯৭৫ সালের পর আবারও ফাইনালে উঠলো  পেরু। রোববার সাও পাওলোতে কোপা আমেরিকার ফাইনালে স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হবে পেরুভিয়ানরা।