হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি রাশিয়া-পর্তুগাল

হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি রাশিয়া-পর্তুগাল

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক :

ফিফা কনফেডারেশন কাপ ফুটবলে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল স্বাগতিক রাশিয়ার বিপক্ষে মাঠে নামবে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। ম্যাচটি শুরু হবে রাত ৯ টায়। এইদিকে অপর ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে নিউজিল্যান্ড। খেলাটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ১২ টায়।

নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়েছে পর্তুগাল। আর নিউজিল্যান্ডের সঙ্গে  ২-০ গোলে জিতে শুভ সূচণা করেছে রাশিয়া। তাই এই ম্যাচে মানসিকভাবে এগিয়ে থাকবে স্বাগতিকরা।অবশ্য পরিসংখ্যানার দিক থেকে এগিয়ে পর্তুগাল।

রাশিয়ার সাথে শেষ ৬ মুখোমুখি লড়াইয়ে তাদের জয় তিনটিতে।আর রাশিয়া জয় পেয়েছে ২টিতে। তাই শক্তির বিচারে বেশ পিছিয়ে থাকবে রাশিয়া।অপর ম্যাচে শক্তি ও সামর্থের বিচারে সব দিক থেকেই নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে মেক্সিকো।দুদলের ৫ বারের মুখোমুখিতে জয় শুন্য নিউজিল্যান্ড।এদিকে পাচঁ জয়ে দারুন আশাবাদি মেক্সিকানরা।ফলে এই ম্যাচে বেশ চাপে থাকবে নিউজিল্যান্ড।