সেরেনাকে হারিয়ে উইম্বলডনের শিরোপা জিতেছেন অ্যাঞ্জেলিক কেরবের

সেরেনাকে হারিয়ে উইম্বলডনের শিরোপা জিতেছেন অ্যাঞ্জেলিক কেরবের

শেয়ার করুন

_102531179_kerber_trophy_reutersস্পোর্টস ডেস্ক :

সেরেনা উইলিয়ামসকে সরাসরি সেটে হারিয়ে প্রথমবার উইম্বলডনের শিরোপা জিতেছেন অ্যাঞ্জেলিক কেরবের।

ফাইনালে ফেভারিট থাকলেও, কোর্টের লড়াইয়ে নিষ্প্রভ ছিলেন ২৩টি গ্র্যান্ড স্লাম জয়ী সেরেনা উইলিয়ামস। দাপটের সঙ্গে প্রথম সেটে ৬-৩ গেমে জিতে নেন ১১ নম্বর বাছাই জার্মানির অ্যাঞ্জেলিক কেরবের। দ্বিতীয় সেটে ম্যাচে ফেরার চেস্টা করেও, সফল হয়নি উইম্বলডনে ৭টি শিরোপা জেতা সেরেনা।

এই সেটও ৬-৩ গেমে জিতে প্রথমবারের মতো উইম্বলডনে সেরা হন কেরবের। ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ও ইউএস ওপেন জেতেন কেরবের। তবে চলতি কোয়ার্টার ফাইনালই ফ্রেঞ্চ ওপেনে তার সর্বোচ্চ সাফল্য। অন্যদিকে, কেরেবেরের কাছে হেরে উইম্বলডনে অষ্টম শিরোপার অপেক্ষা আরো দীর্ঘ হলো সেরেনা উইলিয়ামসের।