সুপার কাপের শিরোপা দিয়ে শুরু অধিনায়ক মেসির

সুপার কাপের শিরোপা দিয়ে শুরু অধিনায়ক মেসির

শেয়ার করুন

545স্পোর্টস ডেস্ক :

সেভিয়াকে ২-১ গোলে হারিয়ে, স্প্যানিশ সুপার কাপ জিতেছে বার্সেলোনা। অধিনায়ক হিসেবেও লিওনেল মেসির প্রথম শিরোপা। পাশাপাশি বার্সেলোনার হয়ে ট্রফি জয়ের রেকর্ডও করেছেন মেসি।

সুপার কাপের ইতিহাসে প্রথমবার এক লেগের ফাইনাল হয়েছে এই আসরে। সেই সঙ্গে স্পেনের বাইরেও এবারই প্রথম সুপার কাপের কোন ম্যাচ হয়েছে।

মরক্কোর ইবনে বতুতা স্টেডিয়ামে খেলার ধরণের বিপরিতে ৯ মিনিটে পাবলো সারাবির স্কোরে লিড নেয় সেভিয়া।

বিশ্বকাপের পর প্রথম ম্যাচ মেসির। তার ফ্রি-কিকে সমতায়ও ফিরতে পরতো বার্সা। কিন্তু তা আটকে দেন সেভিয়া গোলরক্ষক। ফিরতি বলে পিকের স্কোরেই সমতায় ফিরে প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা।

৭৮ মিনিটে উসমান ডেম্বেলের চোখ ধাধাোন গোলে এগিয়ে যায় সুপার কাপের রেকর্ড চ্যাম্পিয়নরা।

কপাল নেহাতই মন্দ সেভিয়ার। ৯০ মিনিটে পেনাল্টি পেয়েও সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করে তারা। আর তাতেই রেকর্ড ১৩বার ট্রফি জয়ের আনন্দে মাতে বার্সেলোনা।

এদিকে, সুপার কাপ জিতে রেকর্ড করেছেন মেসি। বার্সার ইতিহাসে ইনিয়েস্তাকে পিছনে ফেলে সবচেয়ে বেশি ৩৩টি ট্রফি জয়ী একমাত্র ফুটবলার এখন এলএমটেন। অধিনায়কের আনুষ্ঠানিক দায়িত্ব নিয়ে শুরুতেই সফল মেসি। এখন নিশ্চয় লিগের শুরুটাও দূর্দন্ত করার অপক্ষোয় বার্সেলোনা।