সিরিজ জয়ের লক্ষ্যে বুধবার নামছে বাংলাদেশ

সিরিজ জয়ের লক্ষ্যে বুধবার নামছে বাংলাদেশ

শেয়ার করুন

Bangladesh cricketer Imrul Kayes (R) plays a shot as Zimbabwe's wicketkeeper Brendan Taylor (L) looks on during the first one day international (ODI) cricket match between Bangladesh and Zimbabwe at the Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka on October 21, 2018. (Photo by MUNIR UZ ZAMAN / AFP)        (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)

স্পোর্টস ডেস্ক :

চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের সিরিজ বাঁচানোর লড়াই বুধবার। অন্যদিকে এই ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চান বাংলাদেশ অধিনায়ক মাশরাফী মোর্ত্তজা। জহুর আহেমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে শুরু হবে দুপুর আড়াইটায়।

সিরিজ শুরুর আগে নিজেদের ফেভারিট বলেও, বাংলাদেশের কাছে পাত্তা পায়নি জিম্বাবুয়ে। মাসাকাদজার সেই বুলি, মুখ থুবড়ে পড়ে আত্মবিশ্বাসী বাংলাদেশের কাছে। ইমরুল ও সাইফউদ্দিনের ব্যাটিংয়ে একপেশে ম্যাচ জেতা বাংলাদেশ এখন সিরিজ জয়ের কাছাকাছি।

জয়ে সিরিজ শুরু হলেও, বাংলাদেশের ওপেনিং সমস্যা রয়েই গেছে। মুশফিক-মাহমুদউল্লাহ’র ফর্মও খানিকটা চিন্তায় রাখছে। কারণ গত কয়েক বছরে বাংলাদেশের জয়ের ভূমি তৈরি হয়েছে এই মিডল-অর্ডারদের দিয়েই।

জয়ী একাদশ সাধারণত অটুট রাখা হয়। এক্ষেত্রে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট পড়েছে মধুর সমস্যায়। সুযোগ কাজে লাগানো সাইফউদ্দিন আর ফিট হয়ে ওঠা পেসার রুবেল হোসেনের মধ্যে একজন খেলবেন দ্বিতীয় ম্যাচে।

এদিকে, বাংলাদেশের মাটিতে স্পিনারদের বিপক্ষে জিম্বাবুয়ে ব্যাটসম্যানদের পুরানো ব্যাধি মিরপুরে চিত্রায়িত হয়েছে। তাই সিরিজে সমতায় ফিরতে সফরকারিদের প্রয়োজন স্পিন ভয়কে জয় করা।

পারিসংখ্যান ও ফর্মে এগিয়ে থাকা বাংলাদেশের বিপক্ষে সিরিজে ফেরা কঠিনই হবে জিম্বাবুয়ের। কারণ ভেন্যু পাল্টালেও, জিম্বাবুইয়ানদের ভাগ্য বদলানোর সুযোগ কম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। কেননা, এই ভেন্যুতে খেলা ৫ ম্যাচেই বাংলাদেশের কাছে ধরাশায়ী জিম্বাবুয়ে। সিরিজে ফিরতে মরিয়া মাসাকাদজারা, দ্বিতীয় ওয়ানেডের একাদশে পরিবর্তন আনতে পারে। আসতে পারেন অলরাউন্ডার চিগুম্বুরা।