সাকিবের অলরাউন্ড পারফরমেন্সে সিরিজে সমতা

সাকিবের অলরাউন্ড পারফরমেন্সে সিরিজে সমতা

শেয়ার করুন

Bangladesh captain Shakib Al Hasan (R) celebrates with his teamamte Mohammad Saifuddin (L) after the dismissal of West Indies cricketer Fabian Allen during the second Twenty20 (T20) cricket match between Bangladesh and West Indies at the Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka on December 20, 2018. (Photo by MUNIR UZ ZAMAN / AFP)        (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)

স্পোর্টস ডেস্ক :

মিরপুরের রেকর্ড রানের দিনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে, সাকিবের অলরাউন্ড পারফরমেন্সে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে ফিরেছে বাংলাদেশ। স্বাগতিকদের দেয়া ২১২ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৭৫ রানে অল-আউট হয়েছে ক্যারিবীয়রা। ম্যাচসেরা হয়েছেন সাকিব আল হাসান

ক্রিটেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে মিরপুরে এর আগে সর্বোচ্চ সংগ্রহ ছিল ২০৪। নিউজিল্যান্ডের। সেখানেই স্বাগতিকদের বিপক্ষে ২০১২ রানের লক্ষ্যে নেমে ১৮ রানেই এভিন লুইসের বিদায়।

৫৯ রানে ক্যারিবীয় শিবিরে সাকিবের প্রথম হানা। তবে ৬২ রানে মেহেদি মিরাজের ঘুর্ণিতে সফরের সফলতম ব্যাটসম্যান শাই হোপ আউট হলেই সবচেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ। হোপের রান ৩৬

পুরানের পর হেটমায়র, ব্রাভো, ব্রাথওয়েট আর অ্যানেও বোঝেননি সাকিবের ঘূর্ণি। বাংলাদেশ অধিনায়ক বোলিং কোটা পূর্ণ করে নিয়েছে ৫ উইকেট। আর মিরাজের শিকার ২৩ রানে একটি।

সাকিব-মেহেদির সাফল্যের দিনে একেবারেই ঘাপছাড়া দুই পেসার সাইফউদ্দিন-আর মোস্তাফিজ। শুরু থেকেই দুজকে বেশ পিটিয়েছে ক্যারিবীয় ব্যাটসম্যানরা। যদিও ম্যাচে সবচেয়ে ভয় ধরানো দুই ব্যাটসম্যান ৩৪ বলে ৫০ করা রোভম্যান পাওয়েল আর ১৬ বলে ২৯ করা কেমো পলকে ফিরিয়ে ম্যাচে ব্রেকথ্রু এনে দিয়েছেন মোস্তাফিজ। তাতেই ১৭৫-এ অলআউট উইন্ডিজ।

হারলেই সিরিজ শেষ। হোয়াইটওয়াশের পথেও এক ধাপ এগিয়ে যাওয়া। এমন জয় অনিবার্য ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।

শুরু থেকেই মন হয়েছে, প্রতিশ্রুতি মতো প্রথম ম্যাচের ভুল শুধরে ব্যাটিংয়ে এসেছে  স্বাগতিক ওপেনাররা। চার ওভার শেষে বিনা উইকেটে ৪২।

পঞ্চম ওভারের প্রথম বলেই ফিরেছেন তামিম। ১৫ রানের ইনিংসে আউট হয়েছেন অ্যালেনের বলে।
দিনের সবচেয়ে আগ্রাসী লিটন দাস। করেছেন ৩৪ বলে ৬০। মুশফিক  এক রানে আউট হলেও শেষ দিকে সাকিব আর মাহমুদউল্লাহ’র অপরাজিত ৪২ ও ৪৩ রনে ২১১ রানের পুজি পায় বাংলাদেশ।