লা লিগায় রিয়ালের হার

লা লিগায় রিয়ালের হার

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক :

স্প্যানিশ লিগে হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। পয়েন্ট টেবিলের তলানীর দল মায়োর্কার বিপক্ষে ১-০ গোলে পরাজিত হয়েছে তারা। এই জয়ে প্রথমবারের মতো রিয়াল বিপক্ষে জয় পেয়েছে মায়োর্কা।

চোটের কারণে গ্লাকটিকোদের নিয়মিত খেলোয়াড়দের অনেকে মাঠের বাইরে। যার প্রভাব পড়েছে খেলাও।  জিনেদিন জিদানের শিষ্যদের এলোমেলো ফুটবলের সুযোগ নিয়ে শুরুতেই এগিয়ে গেল মায়োর্কা। ম্যাচের ৭ মিনিটে লাগো জুনিয়রে গোলে লিড নেয় ছয় মৌসুম পর  স্পেনের শীর্ষ লিগে ফেরা মায়োর্কা। ২৭ মিনিটে করিম বেনজেমার শট  ক্রসবারে লেগে ফিরে আসে। ফলে এগিয়ে থেকে বিরতী যায় মায়োর্কা। দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করে রিয়াল। কিন্তু গোলবার উন্মুখ করতে পারেনি। উল্টো ৭৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল ডিফেন্ডার আলভারো ওদ্রিওসোলা। পরে ১০ জন নিয়েও দারুণ চেষ্টা করে রিয়াল।কিন্তু শেষ পর্যন্ত লিগে প্রথম হার এড়াতে পারেনি দলটি। এই হারের পর ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল।