রিয়ালের দায়িত্ব ছাড়লেন জিদান

রিয়ালের দায়িত্ব ছাড়লেন জিদান

শেয়ার করুন

f477e9b3104c147e7e0da2435c48cf75-571736ae4e77fস্পোর্টস ডেস্ক :

চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাঁচ দিন পর পদত্যাগ করলেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। যদিও কারণ সুস্পষ্ট করেননি এই ফরাসী।

২০১৬ সালে রিয়ালের কোচ হিসেবে যোগ দেন জিদান। এর পর সাফল্যও দেখিয়েছেন অনেক। প্রথম কোচ হিসেবে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগের হ্যাট্রিক শিরোপা। জিতেছেন লা-লিগা শিরোপাও। তবে সরে যাওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে জিদান বলেন, দলে অনেক পরিবর্তণ এসেছে, এজন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এখন আরো পরিবর্তণ দরকার। সাথে দরকার নতুন কৌশলেরও প্রয়োগ।

শোনা যাচ্ছে জোয়কিম লো, অ্যান্তোনিও কন্তে অথবা মরিসিও পচেত্তিনো, এই তিন জনের একজন হবেন তার স্থলাভিষিক্ত।