রিও অলিম্পিক: শ্যুটার বাকি’র দিন আজ

রিও অলিম্পিক: শ্যুটার বাকি’র দিন আজ

শেয়ার করুন

 

শ্যুটার আবদুল্লাহ হেল বাকি

এটিএন টাইমস ডেস্ক:

চলছে ক্রীড়া বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর অলিম্পিক। তবে দেশের সেরা শ্যুটার আবদুল্লাহ হেল বাকির হাত ধরে বাংলাদেশের অলিম্পিক মিশন শুরু হচ্ছে আজ সোমবার।

অলিম্পিক নিয়ে তাঁর বাড়তি কোনো উচ্চাশা নেই। তাই আজ চাপমুক্ত হয়েই রিও অলিম্পিকের ১০ মিটার এয়ার রাইফেল প্রতিযোগিতায় নামবেন। তবে বাংলাদেশের শ্যুটারদের কাছে নিজের সেরা স্কোর করাও একটা চাপ।

বাকির এটি প্রথম অলিম্পিক। রোমাঞ্চের পাশাপাশি স্নায়ুর ওঠা-নামা ঠিকই টের পাবেন ২০১৪ কমনওয়েলথ গেমসে রুপা জেতা এই শ্যুটার। সেবার ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে ২০৫.৩ স্কোর করে সোনা জেতেন ভারতের অভিনব বিন্দ্রা। বাকির স্কোর ছিল ২০২.১। সেই থেকেই প্রত্যাশা তাঁকে ঘিরে।