ম্যাচ শেষে দুই কোচের কণ্ঠেই হতাশা

ম্যাচ শেষে দুই কোচের কণ্ঠেই হতাশা

শেয়ার করুন

medium_037d5519e2c17a3fc6489693e1c9633aস্পোর্টস ডেস্ক :

প্রথম লেগ ৩-০ গোলে হারায়, দ্বিতীয় লেগ জিতেও ফাইনালে জায়গা হলো না অ্যাথলেটিকো মাদ্রিদের। তাই হতাশ অ্যাথলেটিকো কোচ দিয়েগো সিমিওনে। অন্যদিকে, প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি দল, এমনটা মনে করে রিয়াল কোচ জিনেদিন জিদান।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করতে হলে ইতিহাস গড়তে হতো অ্যাথলেটিকোকে। সেই কঠিন লক্ষ্য পুরণে রিয়ালের বিপক্ষে শুরু থেকেই প্রাধান্য দেখা তারা। প্রথম ১৬ মিনিটে সিমিওনের দল এগিয়ে যায় ২-০ ব্যবধানে।

কিন্তু শুরুর গতি আর ধরে রাখা সম্ভব হয়নি শেষ পর্যন্ত। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ার আনন্দ পেলেও ফাইনালের মঞ্চে উঠা হলো না অ্যাথলেটিকোর। টানা চার মৌসুমে রিয়ালের কাছে হেরে ইউরোপ সেরার মঞ্চ থেকে খালি হাতে ফিরতে হলো রোজি ব্ল্যাঙ্কোসদের। তাই হতাশ অ্যাথলেটিকো মাদ্রিদ কোচ সিমিওনে। বলেন, ‘জানি লক্ষ্যটা কঠিন ছিল। তারপরও ছেলেরা ভাল খেলেছে। জয় পেলেও ফাইনালে উঠতে না পারাটা হতাশার।’

অন্যদিকে, প্রথম লেগে ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে ৩-০ ব্যবধানে জিতে ফাইনালের পথে এক পা দিয়ে রাখে রিয়াল। তাই দ্বিতীয় লেগে অনেকটা নির্ভার ছিল জিদানের শিষ্যরা। ম্যাচের ফলাফল নিজেদের অনুকূলে হলেও জিদান মনে করেন প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি তার দল। তবে এখন তার ভাবনা ফাইনাল নিয়ে। জিদান বলেন, ‘ভাল খেলে জয় তুলে নিতে চেয়েছিলাম। কিন্তু তা হয়নি। তবে এখন আমাদের মূল ভাবনা ফাইনাল নিয়ে।’

৪ জুন কার্ডিফের ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস।