মেসির পর এবার শূন্য হাতে ফিরলেন রোনালদো

মেসির পর এবার শূন্য হাতে ফিরলেন রোনালদো

শেয়ার করুন

43d41-1530417901-800স্পোর্টস ডেস্ক :

পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে গেছে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে।। এডিনসন কাভানি করেছেন দুই গোল।

নক-আউট পর্ব সত্যিই পাষান। হৃদয় বলতে কিছুই নেই। অল্প সময়ের ব্যবধানে লিওনেল মেসির বিদায়ের কষ্ট কাটিয়ে ওঠার আগেই, আরেক গ্রেটে রোনালদোরও বিদায়।না বলা সেই, কষ্টের সাক্ষী হয়ে রইলো কাজন আর সোচি।

বিশ্বকাপ ইতিহাসে কখনোই দেখা হয়নি উরুগুয়ে আর পর্তুগালের।সেটাও এমন একটা সময়, যখন একদলের বিদায় নিশ্চিত। সোচিতে প্রথমার্ধের পুরো সময়ের নিয়ন্ত্রণ উরুগুয়ের।

সুয়ারেজ ও কাভানির নিখুত তাল আর লয়। ৭ মিনিটেই সাবেক চ্যাম্পিয়নদের লিড কাভানির সৌজন্যে।

লিডে থাকা উরুগুয়ে এরপর ম্যাচে তাদের নিয়ন্ত্রণ আরো বাড়িয় দেয়। রোনালদোকে আটকানোর সঠিক পরিকল্পনায়ও তারা সফল ছিলো।পর্তুগালের প্রতিআক্রন দানাবাঁধতে ব্যর্থ হয় উরুগুয়ের শক্ত ডিফেন্সের কাছে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই পর্তুগালের খেলায় পরিবর্তনের ছাপ স্পষ্ট ছিলো।৫৫ মিনিটে পেপের স্কোরে সতায়ও ফেরে পর্তুগিজরা।

সেই সমতা স্থায়ী ছিলো না বেশি সময়। ৬২ মিনিটে কাভিনির দ্বিতীয় গোলে আবারো এগিয়ে যায় উরুগুয়ে।

ম্যাচে ফেরার চেস্টায় এরপর প্রতিআক্রমনের পশরা সাজালেও, তা কাজে আসেনি পর্তুগালের।সবকিছুই মুখ থুবড়ে পড়ে উরুগুয়ের আয়রণ রক্ষণদুর্গের সামনে।

চেস্ট ছিলো। ছিলো স্বপ্নও। তবে, অন ম্যান আর্মি রোনালদোর সেই স্বপ্ন আটকে গেলো সোচিতে। হয়তো শেষ বিশ্বকাপ খেলা ৩৩ বছর বয়সী রোনালদোর জাতীয় দলের হয়ে ইউরো জয়-ই সেরা সেরা সাফল্য হয়ে থাকবে।