মেসিবিহীন আর্জেন্টিনার ড্র; নেইমারের গোলে ব্রাজিলের জয়

মেসিবিহীন আর্জেন্টিনার ড্র; নেইমারের গোলে ব্রাজিলের জয়

শেয়ার করুন

541161180.0

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মেসিবিহীন আর্জেন্টিনা ২-২ গোলে ড্র করেছে  ভেনিজুয়েলার সাথে। আর ব্রাজিল ২-১ গোলে জয় পেয়েছে কলম্বিয়ার বিপক্ষে। প্যারাগুয়েকে  ৪-০ গোলে পরাজিত করেছে উরুগুয়ে।

ভেনিজুয়েলার ঘরের মাঠ স্তাদিও অলিম্পিয়ায় শুরুতে দুদলই আক্রমণ পাল্টা আক্রমণ চালালেও কোন দলই গোলের দেখা পায় নি।ম্যাচের ৩৫ মিনিটে ভেনিজুয়েলাকে এগিয়ে দেন মিডফিল্ডার পাবলো। এরপর বিরতীয় থেকে ফিরে দলকে দুই শূন্য গোলের লিড এনে দেন স্ট্রাইকার জোসেফ আলেকজান্ডার ।

তবে, খেলার ৫৮ মিনিটে আলবেসিলেস্তাদের হয়ে প্রথম গোল করেন স্ট্রাইকার লুকাস। ৮৩ মিনিটে আরজুরিদের হয়ে আরো এক গোল করেন অটোমেন্ডি। শেষ দিকে দুদলই আক্রমণ চালালেও কেউই গোলের দেখা না পাওয়ায় ড্র নিয়ে মাঠে ছাড়ে দুদল।

neymar-নেইমার

এদিকে, ইতিহাসে প্রথমবারের মতো অলিম্পিকে স্বর্ণ জেতার পর বাছাইপর্বের আগের ম্যাচে ইকুয়েডরকে ৩-০ গোলে পরাজিত করা ছন্দে থাকা ব্রাজিল এদিন আতিথ্য জানায় কলম্বিয়াকে। এ ম্যাচে মাঠে নামার আগে পরিসংখ্যানে এগিয়ে থাকে সেলেসাওরা কলম্বিয়ার বিপক্ষে শুরু থেকেই আক্রমনাত্বম ফুটবল খেলতে থাকে।

ম্যাচের শুরুতেই নেইমারের বাড়ানো বলে দ্বিতীয় মিনিটে  গোল করে দলকে লিড এনে দেন মিরান্ডা। ৩২  মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন নেইমার। ডি-বক্সে ঢুকে  বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ডের কোনোকুনি শট রুখে দেন কলম্বিয়ার গোলরক্ষক দাভিদ অসপিনা।

এ ভুলের মাসুল অবশ্য দিতে হয়েছে স্বাগতিকদের। উল্টো ৩৬ মিনিটে মারকুইনহোসের ভুলে ম্যাচে ফেরার সুযোগ পায় কলম্বিয়া। ব্রাজিলের এ ডিফেন্ডারের ভুলে আত্মঘাতী গোলের সুবাদে সমতায় ফেরে অতিথীরা।

পুরো ম্যাচে দারুণ খেলা নেইমার অবশ্য ব্রাজিলকে ঠিকই এগিয়ে নেন ৭৪ মিনিটে। এবার অসপিনাকে পরাস্ত করে বল জালে জড়িয়ে ব্রাজিলকে আনন্দে ভাসান বার্সা ফরোয়ার্ড।