ভ্যালেন্সিয়া ছেড়ে বার্সায় আলকাসের

ভ্যালেন্সিয়া ছেড়ে বার্সায় আলকাসের

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক:

ভ্যালেন্সিয়া ছেড়ে বার্সায় যোগ দিয়েছেন স্পেনের স্ট্রাইকার পাসো আলকাসের। ৩০ মিলিয়ন ইউরোতে কাতালান ক্লাবটি দলে ভিড়িয়েছে তাকে।

paco-alcacer-valencia-alcacer_3401507আগামী ৫ বছর বার্সার জার্সিতে খেলবেন আলকাসের।গ্রীষ্মকালীন দল বদলের পুরোটা সময় ধরেই মেসি-নেইমারদের বিকল্প হিসেবে আক্রমণভাগের শক্তি বাড়ানোর  প্রচেষ্টায় ছিলেন বার্সেলোনা কোচ লুইস এনরিকে।

অবশেষে ভালেন্সিয়া থেকে আলকাসেরকে দলে ভেড়ালো স্পেনের ক্লাবটি। ২০১০ সাল থেকে ভালেন্সিয়ার  মূল দলের হয়ে অভিষেক হয় তার। ক্লাবটির হয়ে ৯২ ম্যাচ খেলেছেন তিনি।

এরপর ২০১২-১৩ মৌসুমে গেটাফের হয়ে ধারে খেলতে যান। ক্লাব ক্যারিয়ারে ১৪৭ ম্যাচ খেলান আলকাসের।আর  স্পেন জাতীয় দলের হয়ে খেলেছেন ১৩টি ম্যাচ।