ভারতের ৩০৩তম টেস্ট খেলোয়াড় হিসেবে অভিষেক হতে যাচ্ছে শ্রেয়াসের

ভারতের ৩০৩তম টেস্ট খেলোয়াড় হিসেবে অভিষেক হতে যাচ্ছে শ্রেয়াসের

শেয়ার করুন

Indian Sreyash

ক্রীড়া ডেস্ক।।

সীমিত ওভারের ক্রিকেটে ভারতের জার্সিতে ইতিমধ্যে অভিষিক্ত হয়েছেন শ্রেয়ার আয়ার। এবার ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষেক হতে যাচ্ছে শ্রেয়াসের। সবকিছু ঠিকঠাক থাকলে ২৫ নভেম্বর কানপুরের গ্রিণ পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ৩০৩তম ভারতীয় টেস্ট খেলোয়াড় হচ্ছেন শ্রেয়াস।

সিরিজের প্রথম টেস্ট খেলছেন না বিরাট কোহলি। তাই কানপুরে প্রথম টেস্টে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করবেন আজিঙ্কা রাহানে। আজ (২৪ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাহানে বলেছেন, ‘চোটে পড়ায় লোকেশ রাহুলকে দুর্ভাগ্যবশত আমরা পাচ্ছি না। তাই শ্রেয়াসের অভিষেক হচ্ছে।’

হনুমা বিহারির পরিবর্তে স্কোয়াডে নেওয়া হয়েছে শ্রেয়াসকে। যেখানে বিহারিকে সুযোগ না দেওয়া নিয়ে অনেক প্রশ্ন উঠেছে।

ফর্মহীনতায় ভোগা রাহানেকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। তবে রাহানে এসব ব্যাপার পাত্তা দিচ্ছেন না জানিয়ে বলেছেন, ‘ফর্মে ফিরতে হলে সেঞ্চুরি করাটা জরুরি বিষয় না। সবসময় দলের কথাই চিন্তা করি৷ দলের স্বার্থে ৫০ থেকে ৬০ রানের ইনিংসও কার্যকরী ভূমিকা পালন করে। স্পিনবান্ধব উইকেটে খেলাটা ভারতীয়দের জন্যও অনেক কঠিন। এই চ্যালেঞ্জ উতরে সবসময় আমরা জয়ের লক্ষ্যেই খেলি।