বৃষ্টির বাঁধায় পরিত্যাক্ত দ্বিতীয় ওয়ানডে

বৃষ্টির বাঁধায় পরিত্যাক্ত দ্বিতীয় ওয়ানডে

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বৃষ্টির বাঁধায় পরিত্যাক্ত শ্রীলংকা-বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে। তাসকিনের প্রথম হ্যাটট্টিক আর কুশল মেন্ডিসের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ছিলো ম্যাচের বড় ঘটনা। ডাম্বুলায় শ্রীলংকার মান বাঁচানোর ম্যাচে টস জিতে ব্যাট করে।

দ্বিতীয় উইকেটে ১১১, তৃতীয় ও পঞ্চম উইকেটে ৮৩ এবং ৫৫ রানের পার্টনারশিপ শ্রীলংকাকে সাহায্য করে ৩শ রান পার করতে। ক্যারিয়ারের ২শ তম ওয়ানডেতে ৬৫ রানে আউট হন উপুল থারাঙ্গ। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে ১০২ রানে প্যাভিলিয়নে ফেরনে কুশল মেন্ডিস।

এছাড়াও ৩৯ রান করেন গুনারত্নে। ১ বল বাকি রেখে ৩১১ রানে অলআউট হয় স্বাগতিকরা। ক্যারিয়ারের প্রথম হ্যাটট্টিকসহ ৪ উইকেট নেন তাসকিন আহমেদ। এছাড়াও ১টি করে উইকেট নেন মাশরাফি-মরিজ ও মুস্তাফিজ। বাংলাদেশ ইনিংস শুরুর আগে বাঁধা হয়ে আসে বৃষ্টি।

ডাম্বুলার ঐ বৃষ্টির পরিধি লম্বা হলে, বাংলাদেশের ইনিংস আর শুরু হয়নি। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। ৩ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে আছে বাংলাদেশ।