বুধবার আবারও মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

বুধবার আবারও মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

শেয়ার করুন

argentina20160615042935

স্পোর্টস ডেস্ক :

লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে কাল ভিন্ন ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। আলবেসিলেস্তাদের প্রতিপক্ষ টেবিলের তলানির দল ভেনেজুয়েলা আর ব্রাজিল লড়বে কলম্বিয়ার বিপক্ষে।

প্রথম তিন ম্যাচে জয় না পাওয়া আর্জেন্টিনা সপ্তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে। এবার লড়াই তলানিতে থাকা ভেনেজুয়েলার বিপক্ষে। তবে, এই ম্যাচের আগে এদিগার্দো বাউজা পাচ্ছেন না আগের ম্যাচে জয়ের নায়ক লিওনেল মেসিকে।

লাতিন গণমাধ্যমের খবর ইনজুরিতে থাকা এই তারকা ম্যাচে না খেললেও ডাগ আউটে থাকবেন। ১৪ পয়েন্ট নিয়ে টেবিল টপ আর্জেন্টিনার বিপক্ষে কোয়ালিফায়ারে জয়হীন ভেনেজুয়েলাকে শক্তি যোগাবে ঘরের মাঠ স্তা মেট্রোপলিটন।

এদিকে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে অবস্থান ব্রাজিল লড়বে কলম্বিয়ার বিপক্ষে। তবে, বিগম্যাচে দলের আত্মবিশ্বাসের পালে হাওয়া যোগাবে সবশেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ৩-০ গোলের জয়। যা ব্রাজিলের কোয়ালিফায়ারে প্রথম অ্যাওয়ে জয়। সাথে ঘরের মাঠে অলিম্পিক সাফল্য বাড়তি অনুপ্রেরণা  নেইমারের দলকে।

কলম্বিয়া টেবিলের চার নম্বরে ব্রাজিলের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে। লক্ষ্য অবস্থানটা ধরে রেখে সরাসরি কোয়ালিফাই করা।