বিশ্ব মঞ্চে স্বমহিমায় ফিরবেন কাটার মাস্টার!

বিশ্ব মঞ্চে স্বমহিমায় ফিরবেন কাটার মাস্টার!

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

১৬ কোটি মানুষের ১৫ জন প্রতিনিধি। লাল-সবুজ জার্সি পরে বিশ্ব মাতাবেন তারা। টাইগারদের সেই ১৫ বিশ্বকাপ-যোদ্ধাকে নতুনভাবে পরিচয় করিয়ে দেয়ার প্রয়াস পেয়েছে এটিএন টাইমস। দেশ ছাড়ার আগে জানিয়ে গেছেন নিজের স্বপ্নের কথা এই ধারাবাহিকে আজ থাকছে মুস্তাফিজুর রহমানের কথা।

সাতক্ষীরার প্রত্যন্ত এক গ্রামেই তার বেড়ে ওঠা। ছিলেন নেট বোলার। সে সময়ের কোচ চন্ডিকা হাথুরুসিংহের জহুরির চোখ। ঠিকই খুঁজে বের করেছেন মুস্তাফিজুর রহমানকে। মাশরাফীর কৃতিত্বও কম নয়।

টি-২০ বিশ্বকাপ খেলেছেন আগেই। এবার ওয়ানডে বিশ্বকাপ খেলবেন কম কথা বলার মানুষ মুস্তাফিজ।

মাশরাফী, সাকিব, মুশফিক, তামিম ও রিয়াদ  এই পঞ্চপান্ডবে  অভিজ্ঞ দল বাংলাদেশ। উপলব্ধি কার্টার মাস্টারের।

টি-২০ দিয়ে অভিষেক জাতীয় দলে।  দিনটি ছিল ২০১৫ সালের ২৪ এপ্রিল। অভিষেকেই নিজেকে চিনিয়েছিলেন আলাদাভাবে । ২০ রানে নিয়েছিলেন ২ উইকেট। পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে জয় পায় টাইগাররা। এরই মধ্যে খেলে ফেলেছেন ৩০টি ম্যাচ। উইকেট নিয়েছেন ৪৮টি।

ওয়ানডে অভিষেকেও আলো কেড়েছেন দা ফিজ। ভারতের বিপক্ষে ৫০ রানে দখল করেন ৫ উইকেট । আর পুরো টুর্নামেন্টে ১১টি উইকেট। প্রথমবারের মতো ভারতকে সিরিজ হারিয়ে হয়েছিলেন টুনার্মেন্ট সেরাও।

৪৬ ওডিআইয়ে নিয়েছেন ৮৩ উইকেট। এক হাতেই জিতেছেন অনেক ম্যাচ। ওভার প্রতি রান দিয়েছেন ৪দশমিক ৮৮। সময় খুব একটা ভাল না গেলেও বিশ্বকাপে পুরো রিদমে ফিরবেন বিশ্বাস সবার।

সাদা পোশাকে মাঠে নামেন এর এক বছর পর। যেখানে ১৩ ম্যাচে ২৮ উইকেট নিয়ে প্রমাণ করেছেন তিনি যাবেন অনেক দূর।

মাশরাফীর তুরুপের তাস এই মুস্তাফিজই। তাকে নিয়ে ছক কষতে শুরু করেছে বাঘা বাঘা দলগুলোও।