বিশ্ব ক্রিকেটাঙ্গনে এক অনন্য নাম সাকিব

বিশ্ব ক্রিকেটাঙ্গনে এক অনন্য নাম সাকিব

শেয়ার করুন

সাকিব আল হাসান

নিজস্ব প্রতিবেদক:

বিশ্বমঞ্চে দেখতে দেখতে দশটি বছর পার করে ফেললেন সাকিব আল হাসান। নামেই যার পরিচয়। কেননা তার নাম দিয়েই নতুন করে বাংলাদেশকে সুনামের অক্ষরে চিনেছে সারা ক্রিকেট বিশ্ব।

জিম্বাবুয়ের হারারেতে সাকিবের আন্তর্জাতিক অভিষেক। অল্প সময়ের মধ্যে বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা হয়ে উঠলেন মাগুরার এই ক্রিকেটার। বাংলাদেশের হয়ে অনেক প্রথমের সাক্ষী তিনি।

প্রথম কাউন্টিতে যাওয়া, ধারাবাহিক আইপিএলে খেলা, বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগে প্রথম খেলা, উইজডেন বর্ষসেরা খেতাব অর্জন, সিয়াটের বর্ষসেরা হওয়া, এছাড়া টানা তিন ফরম্যাটের ক্রিকেটে এক নম্বর অলরাউন্ডার তো তিনিই। বাংলাদেশ ক্রিকেটের ‘ব্র্যান্ড নেম’ সাকিব আল হাসান দেশের সব খেলোয়াড়ের চেয়ে বেশি ধনী ব্যক্তিত্ব।

৪২ টেস্টে ২ হাজার ৮শ’ ২৩ রান। ১৪৭ উইকেট তার। ১৫৭ ওয়ানডেতে ৪ হাজার ৩শ’ ৯৮ রান। আর ২০৬টি উইকেট। আর ৫৪ টি-টোয়েন্টিতে ১ হাজার ১শ’ ৩ রানে শিকার করেছেন ৬৫ উইকেট।