বিশ্ব অ্যাথলেটিক্স: ৪০০ মিটার হার্ডলসে স্বর্ণ জিতেছেন কার্স্টেন ওয়ারহোম

বিশ্ব অ্যাথলেটিক্স: ৪০০ মিটার হার্ডলসে স্বর্ণ জিতেছেন কার্স্টেন ওয়ারহোম

শেয়ার করুন

5269স্পোর্টস ডেস্ক :

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটার হার্ডলসে স্বর্ণ জিতেছেন নরওয়ের কার্স্টেন ওয়ারহোম। তিনি সময় নিয়েছেন ৪৮ দশমিক তিন পাঁচ সেকেন্ড।

দশমিক এক চার সেকেন্ড বেশী সময় নিয়ে রৌপ্য পদক জিতেছেন তুরস্কের ইয়াসমানি কোপেলো। তৃতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যারন ক্লেমেন্ট।  তিনি সময় নিয়েছেন ৪৮ দশমিক পাঁচ দুই সেকেন্ড।

এদিকে ৫৪ দশমিক তিন ছয় সেকেন্ড সময় নিয়ে  নারীদের বিভাগে স্বর্ন পদক জিতেছেন গ্রেট ব্রিটেনের এলিড ডয়লি। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যাসান্দ্রা তাতে ও ডালিলা মোহাম্মদ।

পুরুষদের ত্রিপল জাম্পে স্বর্ন জিতেছেন মেকিক্সোর ইয়রডেনিস ডুরানোনা। দ্বিতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের ক্রিস বেনার্ড । অন্যদিকে নারীদের শটপুলে স্বর্ন জিতেছেন চীনের লি জীয়াং গং। তার সবোর্চ্চ স্কোর ছিলো ১৯ দশমকি নয় চার মিটার। অন্য নারীদের ৪০০ মিটার স্প্রিনে ৪৯ দশমিক নয় দুই সেকেন্ড সময় নিয়ে স্বর্ন পদক জিতেছেন যুক্তরাষ্ট্রের ফিলিস ফ্রান্সিস। রৌপ্য ও ব্রোঞ্জ পদক জিতেছেন বাহরাইনের সালয়া ঈদ নাসের ও গতবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের এলিসন ফেলিক্স।