বিশ্বকাপ বছাইয়ে আর্জেন্টিনাকে রুখে দিল প্যারাগুয়ে

বিশ্বকাপ বছাইয়ে আর্জেন্টিনাকে রুখে দিল প্যারাগুয়ে

শেয়ার করুন

sport

ক্রীড়া ডেস্ক।।

বিশ্বকাপ  বাছাইপর্বে আবারো হোচট খেল আর্জেন্টিনা। বৃহস্পতিবার তাদেরকে রুখে দিয়েছে প্যারাগুয়ে। গোলশুন্য ড্র করে ছিনিয়ে নিয়েছে মূল্যবান পয়েন্ট। পয়েন্ট হারালেও এখনো অপরাজিত রয়েছে আর্জেন্টিনা। সেই সঙ্গে শীর্ষ ধারী ব্রাজিলের সঙ্গে আট পয়েন্টের ব্যবধান রচিত হলেও তালিকার দ্বিতীয় অবস্থান দখলে রেখেছে আলবাসেলেস্তেরা।
দিনের আরেক ম্যাচে পিছিয়ে থেকেও ভেনেজুয়েলার বিপক্ষে ১-৩ গোলে জয়লাভ করেছে ব্রাজিল। মিন্টেভিডিওতে কলম্বিয়ার সঙ্গে গোলশুন্য ড্র করেও তালিকার তৃতীয় স্থান ধরে রেখেছে উরুগুয়ে।
গতকাল আসুনসিওনে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা বেশ চমৎকার খেলা উপহার দিয়েছে। আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আকাশী-নীল বাহিনী। মেসি ও ডি মারিয়াদের থামাতে হিমশিম খায় প্যারাগুইানরা। সুযোগও সৃস্টি করেছিল উভয় অর্ধে। তিন মিনিটের মধ্যেই দু’বার এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিলো তাদের সামনে। কিন্তু ফরেয়ার্ডদের ব্যর্থতায় গোল পাওয়া হয়নি আর্জেন্টিনার।
পাল্টা আক্রমণে আর্জেন্টাইন শিবিরকে পরীক্ষায় ফেলেছে প্যারাগুয়ে। কিন্তু এমিলিয়ানো মার্টিনেজের বাধা টপকানো হয়নি তাদের। বল দখল এবং অন টার্গেট শটে এগিয়ে থাকলেও, জালের ঠিকানা খুঁজে পায়নি আর্জেন্টিনা।
দলটির হয়ে গোলের প্রথম মোক্কম সুযোগ হাতছাড়া করেছেন জোয়াকিন কোরেয়া। তিনি গোলাপোস্টে শটও নিয়েছিলেন। কিন্তু শুধুমাত্র জোরের সঙ্গে বলে স্পর্শ লাগিয়ে বলটির গতিপথ ঘুরিয়ে দিতে সক্ষম হন প্যারাগুয়ের গোল রক্ষক অ্যান্টনি সিলভা।
পাল্টা আক্রমনে গিয়ে পোস্টের সামান্য দূর থেকে সান্তিয়াগো আরজামেন্ডির শট প্রতিহত করেন আর্জেন্টিনার ডিফেন্ডার এমিলিয়ানো মার্টিনেজ।
প্যারাগুয়ের গোলবক্সের বাইরে থেকে দুইবার গোল করার সুযোগ পেয়েছিলেন কোরেয়া। দুইবারেই তাকে বলের যোগান দিয়েছিলেন কড়া নজরদারীতে থাকা লিওনেল মেসি। প্রথম দফায় অফসাইডের ফাঁদে পড়েন তিনি। দ্বিতীয়বার বলটি তিনি সতির্থ আ্যঞ্জেল ডি মারিয়ার কাছে পাসের চেস্টা করতে গেলে একজন ডিফেন্ডার ক্লিয়ার করে দেন।