বিশ্বকাপ ক্রিকেটের উন্মাদনায় ভাসছে পুরো দেশ

বিশ্বকাপ ক্রিকেটের উন্মাদনায় ভাসছে পুরো দেশ

শেয়ার করুন

hGejx1eAUv0voIQ5JUTuvvI08J1bRYdjZ78ZRCKKস্পোর্টস ডেস্ক :

বিশ্বকাপ ক্রিকেটের উন্মাদনায় ভাসছে পুরো দেশ৷ চায়ের দোকান থেকে শুরু করে বিশ্ববদ্যিালয় প্রাঙ্গন, অফিস পাড়া, সবখানেই লেগেছে বিশ্বকাপের রঙ। সেই আনন্দে বাড়তি ভালোলাগা টাইগারদের ধারাবাহিক পারফরম্যান্স।

ঘড়িতে সাড়ে তিন’টে। সবার চোখ টেলিভিশনের পর্দায়। আর পর্দা জুড়ে লাল সবুজের উজ্জল উপস্থিতি। আর মন জুড়ে বাংলাদেশ।

তিনদলের অংশগ্রহণে অনুষ্ঠিত কোনো সিরিজ গেল মাসে প্রথম জিতেছে বাংলাদেশ। তাই বিশ্বকাপের মঞ্চে টাইগারদের নিয়ে ভক্ত-সমর্থকদের প্রত্যাশা অনেক।

এই উচ্ছ্বাস থেকে বাদ যায়নি অফিস পাড়াও। বিশ্বকাপকে ঘিরে অফিসগুলো সাজানো হয়েছে লাল-সবুজ পতাকায়। সেখানে স্থান পেয়েছে ব্যাট-বল, ক্রিকেটারদের ছবি দেয়া প্ল্যাকার্ড।

জার্সি না পরে টাইগারদের সমর্থনে, কেমন যেন অপূর্ণতা থেকেই যায়। তাই তো বিভিন্ন স্পোর্টস শপ থেকে শুরু করে, বিপনীবিতান আর অনলাইন শপগুলোতে টাইগারভক্তরা ভীড় করছেন, নিজেদের পছন্দসই জার্সিটি কিনতে।
ভক্সপপ(উচ্ছ্বাসিত ক্রেতা)
শুধু কি তাই? দল বেঁধে একসাথে বড় পর্দায় খেলা উপভোগ সেটাই বা কম কিসে?

এতো সবের ভীড়ে যারা সঠিক খবরাখবর পৌঁছে দেন সাধারণ মানুষের দোরগোড়ায়, তারা  আনন্দে মুখর সেই কর্মস্থলেই। তাই তো সহকর্মীদের সাথে প্রিয় দেশের ভাল পার্রফমেন্সের উচ্ছ্বাস ভাগ করে নেয়া।

ভক্তদের এমন উন্মাদনাই টাইগারদের বাড়তি সঞ্জীবনী । ভালো খেলা উপহার দিয়ে সব সমালোচনার জবাব দিতে প্রস্তুত তাই মাশরাফিবাহিনী।