বিগ ব্যাশের জন্য টেস্ট স্কোয়াডের চার ক্রিকেটারকে ছেড়ে দিলো অস্ট্রেলিয়া

বিগ ব্যাশের জন্য টেস্ট স্কোয়াডের চার ক্রিকেটারকে ছেড়ে দিলো অস্ট্রেলিয়া

শেয়ার করুন

SPorts

আন্তর্জাতিক ডেস্ক।।

চলতি অ্যাশেজ সিরিজের শেষ ম্যাচের ফল নিষ্পত্তি হওয়ার আগেই টেস্ট স্কোয়াডের চার ক্রিকেটারকে ছেড়ে দিলো অস্ট্রেলিয়া। একইসময়ে চলমান বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগে খেলার জন্য ছাড়া হয়েছে মিচেল মার্শ, জশ ইংলিস, মিচেল সুয়েপসন ও মাইকেল নেসারকে।

বিগ ব্যাশে পার্থ স্কর্চার্স ও ব্রিসবেন হিটের হয়ে খেলেন এ চার ক্রিকেটার। টুর্নামেন্টের শেষ দিকে পৌঁছে তাদের অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়াবে। রোববার একটি চার্টার ফ্লাইট ধরে হোবার্ট থেকে মেলবোর্নে চলে যাবেন এ চার ক্রিকেটার।

এদের মধ্যে মাইকেল নেসার ও মিচেল সুয়েপসন রোববার রাতেই মেলবোর্ন স্টারসের বিপক্ষে ব্রিসবেন হিটের বিপক্ষে ম্যাচে মাঠে নেমে যেতে পারেন।

মিচেল মার্শ ও জশ ইংলিসকে বিগ ব্যাশে নামতে অপেক্ষা করতে হবে সোমবার পর্যন্ত।

চার ক্রিকেটারকে ছাড়লেও কনকাশন ও কোভিড-১৯ সাবস্টিটিউট বিবেচনায় ঝাই রিচার্ডসন ও মার্কাস হ্যারিসকে ম্যাচ শেষ হওয়া পর্যন্ত স্কোয়াডে রাখার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।