বাসেল ওপেনের শেষ ষোলতে ফেদেরার

বাসেল ওপেনের শেষ ষোলতে ফেদেরার

শেয়ার করুন

ফেদেরার
স্পোর্টস ডেস্ক :

বাসেল ওপেনের শেষ ষোলোতে উঠেছেন শীর্ষ বাছাই রজার ফেদেরার, জার্মানির জ্যান লেনার্ড ও রাশান খেলোয়াড় দানিল মেদভেদ। অন্যদিকে ভিয়েনা ওপেনে জয় পেয়েছেন ডমিনিক থিয়েম, ফগনিনি ও স্যাম কুয়েরি। বাসেল ওপেনের শেষে ষোলোতে পা রাখতে, ভালোই কষ্ট করতে হয়েছে এই ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন ফেদেরারকে।

এদিন নিজের নৈপুণ্যে ঘরের সমর্থকদের তুষ্ট করতে পারেননি তিনি। সার্বিয়ান ফিলিপ ক্রাজিনোভিচের বিপক্ষে খেলতে নেমে প্রথম সেট ৬-২ গেমে জেতেন আটবারের চ্যাম্পিয়ন ফেদেরার।  তবে দ্বিতীয় সেট ৪-৬ গেমে হেরে যান তিনি। অবশ্য তৃতীয় সেটে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ লড়াইয়ে ৬-৪ গেমে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছেন ফেদেরার। সুইস ইন্ডোর্স বাসেল-এ ফেদেরারের এটি টানা ১৬তম জয়। অন্যদিকে অস্ট্রিয়ার ভিয়েনা ওপেনের শেষ ষোলোতে উঠতে ঘাম ঝরাতে হয়েছে  স্বাগতিক  ডমিনিক থিয়েমকেও। ঘরের কোর্টে রুবেন বেমেলম্যান্সকে হারাতে ১ ঘন্টা ৪৫ মিনিটি সময় নিয়েছেন তিনি।

দুজনের দারুন প্রতিদ্বিন্দ্বীতায় দুটো সেটই গড়ায় টাইব্রেকে। প্রথম সেটে ৭-৫ ও দ্বিতীয় সেট ৭-৬ গেমে জিতেন থিয়েম। কোয়ার্টার ফাইনেলে উঠতে তাকে লড়তে হবে যুক্তরাষ্ট্রের স্যাম কুয়েরির বিপক্ষে।