বাংলাদেশ ক্রিকেটের রিস্ট স্পিনারদের আক্ষেপ কি ঘুচতে যাচ্ছে এবার?

বাংলাদেশ ক্রিকেটের রিস্ট স্পিনারদের আক্ষেপ কি ঘুচতে যাচ্ছে এবার?

শেয়ার করুন

আমিনুল-ইসলাম-বিপ্লবনিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ক্রিকেটের রিস্ট স্পিনারদের আক্ষেপ কি ঘুচতে যাচ্ছে এবার? র্দীঘ অপেক্ষার পর লেগ স্পিনারদের চাহিদা পূরণ করতে পারবে কি শরিয়তপুরের একমাত্র ক্রিকেটার আমিনুর ইসলাম বিপ্লব।

কিছুদিন আগে চট্টগ্রামে এসব কথা বলেছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তার কথায় ফুটে উঠেছিল অসহায়ত্ব।

দুই সপ্তাহ না ঘুরতেই আশার আলো হয়ে ফুটলেন আমিনুর বিপ্লব। ত্রিদেশীয় টি-২০ সিরিজে নিজের অভিষেক ম্যাচেই অধিনায়ক, টিম ম্যানেজমেন্টের চিন্তা দূর করছেন ২২ গজে স্পিন ভেলকিতে। ৪ ওভারে ১৮ রানে ২ উইকেট নিয়ে বুঝিয়ে দিয়েছেন তার উপর আস্থা রাখায় যায়।

অপেক্ষার ফল মিষ্টিই হয়। সেটি আবারো প্রমাণ করেছেন আমিনুর বিপ্লব। এমন পরফরমেন্সে উচ্ছ্বাসিত দলের সিনিয়র সদস্য মাহমুদউল্লাহ রিয়াদ। প্রকাশ করেছেন নিজের ভাষা।

জুবায়ের লিখন, তানবীর হায়দাররা হারিয়ে গেছেন সময়ে নির্মম পরিহাসে। বয়সভিত্তিক ক্রিকেট থেকে উঠে আসা বিকেএসপির আমিনুর কি পারবে নিজেকে সাফল্যের শিখড়ে নিতে?

আপাতত দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। কারণ জিম্বাবুয়ের বিপক্ষে দাপটে জয়ের দিনে ইনজুরিতে পড়েছেন তিনি। তার হাতে শেলায় পড়েছে তিনটি। সে কারণে আফগানদের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে অনিশ্চিত তার খেলা।