ফুটবলারদের স্মরণে ফাইনাল বাতিল, মাঠে ছিলেন দর্শক

ফুটবলারদের স্মরণে ফাইনাল বাতিল, মাঠে ছিলেন দর্শক

শেয়ার করুন

000_il42wএটিএন টাইমস ডেস্ক:

কোপা সুদামেরিকানার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত না হলেও সেসময় গ্যালারিতে উপস্থিত ছিলেন হাজারো দর্শক। আর মাঠে ছিলেন প্রতিপক্ষ দল অ্যাথলেটিকো ন্যাসিওনাল ক্লাবের ফুটবলাররা।

শ্যাপেকোয়েন্স ফুটবলারদের শ্রদ্ধা জানাতে এমন আয়োজন ছিল অ্যাথলেটিকো ন্যাশনাল স্টেডিয়ামে। ৪৫ হাজার ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটি পুরোপুরি ভরে যায়। এমনকি হাজারো দর্শক মাঠের বাইরেও উপস্থিত ছিলেন।55699888

ভক্তরা স্টেডিয়ামে মোমবাতি জ্বালিয়ে প্রার্থণা করেন। পরে নিহত ৭১ জনের উদ্দেশ্যে ৭১টি পায়রা উড়িয়ে দেওয়া হয়। সঙ্গে ছিল ব্রাজিল ও কলম্বিয়ার জাতীয় পতাকা।

সমবেদনা জানাতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রী হোসে সেরা। এই মর্মান্তিক দুর্ঘটনার পর দক্ষিণ আমেরিকা ফুটবল সংস্থা তাদের সব ধরনের কর্মকাণ্ড স্থগিত করেছে|