ফুটবলকে বিদায় জানালেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড

ফুটবলকে বিদায় জানালেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

পেশাদার ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন চেলসির কিংবদন্তি মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইস্টাগ্রামে এই অবসরের কথা জানান ৩৮ বছর বয়সী এই মিডফিল্ডার।

সাস্প্রতিক এক সাক্ষাতকারে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন ল্যাম্পার্ড। এবার ২১ বছরের ক্যারিয়ার ইতি টানার সঠিক সময় বলে মনে করেন তিনি। ১৯৯৫ সালে ওয়েস্ট হাম দিয়ে ক্লাব ফুটবলের ক্যারিয়ার শুরু করেছিলেন ইংলিশ খেলোয়াড় ল্যাম্পার্ড।

এরপর ২০০১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত চেলসিতে দারুণ ভুমিকা রখেছিলেন এই মিডফিল্ডার। বর্তমান ক্লাবের নাম নিউ ইয়র্ক সিটি। আগামী গ্রীষ্মকালীন মৌসুম পর্যন্ত এই ক্লাবের সঙ্গে চুক্তি রয়েছে ল্যাম্পার্ডের।

এদিকে এই মিডফিল্ডার ক্লাবের পাশাপাশি দেশে হয়ে শত ম্যাচেরও বেশী খেলেছেন। করেছেন ৩শও বেশী গোল।