ফাইনালে নেইমারদের প্রতিপক্ষ জার্মানি

ফাইনালে নেইমারদের প্রতিপক্ষ জার্মানি

শেয়ার করুন

brazilfootballএটিএন টাইমস ডেস্ক:

রিও অলিম্পিক ফুটবলে ফাইনালে উঠেছে ব্রাজিল। সেমিফাইনালে হন্ডুরাসকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে পা রাখে নেইমরার-গ্যাব্রিয়েলরা। অন্যদিকে- নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে জার্মানি।

মারাকানায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল। অতিথি হন্ডুরাসের বিপক্ষে ম্যাচ শুরুর ১৪ সেকেন্ডই গোল বন্যার সূচনা করেন অধিনায়ক নেইমার। যা অলিম্পিক ফুটবলে ইতিহাসে সবচেয়ে কম সময়ের গোলের রেকর্ড।

২৫ মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল জিসাস। ৩৫ মিনিটে গ্যাব্রিয়েলের দ্বিতীয় গোলে ৩-০-তে এগিয়ে যায় নেইমাররা।

বিরতির পরও হন্ডুরাসের গোলপোস্টে আক্রমণের ধার বাড়ায় ব্রাজিল। ৫১ মিনিটে ৪-০ ব্যবধান বাড়ান স্ট্রাইকার মারকুইনেস।
৭৮ মিনিটে লুয়েনের শটে হন্ডুরাস পিছিয়ে যায় ৫-০ গোলে। আর ইনজুরি টাইমে নেইমারের পেনাল্টি গোলে, বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

এদিকে- দ্বিতীয় সেমিফাইনালে নাইজেরিয়ার বিপক্ষে ফেবারিট হিসেবে মাঠে নামে জার্মানরা। ৯ মিনিটে নাইজেরিয়া রক্ষণের ভুলে লিড নেয় জার্মানি। গোল করেন লুকাস ক্লসটারমান।

পিছিয়ে পড়ে অবশ্য গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে নাইজেরিয়া। এসময় একাধিক গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি তারা।

উল্টো ৮৯ মিনিটে জার্মান ফরোয়ার্ড নিলস পিটারসেন গোল উপহার দিলে ২-০ গোলের জয় নিয়ে মঞ্চে পৌছে যায় জার্মানরা। যেখানে তাদের প্রতিপক্ষ ব্রাজিল।