ফলোঅন এড়াতে লড়ছে ও.ইন্ডিজ

ফলোঅন এড়াতে লড়ছে ও.ইন্ডিজ

শেয়ার করুন

253543-3

স্পোর্টস ডেস্ক :

দুবাই টেস্টে পাকিস্তানের রানের পাহাড়ের জবাব দিতে নেমে ফলোঅন এড়াতে লড়ছে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিন শেষে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ২৬৪ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ৬ উইকেটে ৩১৫ রান। ফলোঅন এড়াতে আরও ৬৪ রান করতে হবে, হাতে আছে ৪ উইকেট।

আগের দিনের ১ উইকেটে ৬৯ রান নিয়ে খেলা শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান ব্রাথওয়েট ও ডোয়াইন ব্রাভো। দিনের শুরুতে আগের দিনের সঙ্গে আর কোন রান যোগ না করেন ব্রাথওয়েট আউট হন ৩২ রানে। এরপর তৃতীয় উইকেটে মারলন স্যামুয়েলসকে নিয়ে ১১৩ রানের জুটি গড়েন ব্রাভো। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে স্যামুয়েলস বিদায় নেন ৭৬ রানে। এরপর চতুর্থ উইকেটে ব্রাভো ও ব্লাকউড যোগ করে ৭৭ রান।
253542
ব্লাকউড ৩৭ রানে ফিরে যাওয়ার পর দ্রুত আরও দুই উইকেটের পতন ঘটে। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ব্রাভো আউট হন ৮৭ রানে। পাকিস্তানের ইয়াসির শাহ ও ওয়াহাব রিয়াজ নেন ২টি করে উইকেট।

এর আগে আজহার আলীর ত্রিপল সেঞ্চুরির সুবাদে ৩ উইকেটে ৫৭৯ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান।