পাকিস্তানের সামনে ৩৬৯ রানের টার্গেট

পাকিস্তানের সামনে ৩৬৯ রানের টার্গেট

শেয়ার করুন

255736

স্পোর্টস ডেস্ক :

হ্যামিলটন টেস্টে ৩১৩ রানের নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ফলে পাকিস্তানের সামনে টার্গেট দাড়িয়েছে ৩৬৯ রানের। জবাবে বিনা উইকেটে ১ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছে আজহার বাহিনী।

আগের দিনের শুন্য রান নিয়ে চতুর্থ দিন শুরু করে কিউইরা। শুরুতেই আউট হন জিৎ রাভাল। দ্বিতীয় উইকেটে ৯৬ রানের জুটি গড়েন কেন উইলিয়ামসন ও টম লাথাম। উইলিয়ামস ৪২ ও লাথাম ৮০ রানে ফেরেন। তবে একপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের ১৬তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন রস টেলর। এছাড়া নিকোলস ২৬ ও গ্র্যান্ডহোম করেন ৩২ রান। টেলরের অপরাজিত ১০২ রানে স্কোরবোর্ডে ৫ উইকেটে ৩১৩ রান তুলে নিউজিল্যান্ড। টেলর এই সেঞ্চুরি দিয়ে নিজের ১৬ তম শতক পুরণ করেন। যা দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। ১৭ সেঞ্চুরি নিয়ে তার সামনে আছেন কেবল মার্টিন ক্রো।

ইমরান খান নেন ৩ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে দিন শেষে ক্রিজে আছেন পাকিস্তানের সামি আসলাম ও আজহার আলি।

এর আগে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে করে ২৭১ রান। প্রথম টেস্টে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে নিউ জিল্যান্ড।