নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশ

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শনিবার ফাইনালে বাংলাদেশ নারী দল ৭০ রানের বড় ব্যবধানে হারিয়েছে থাইল্যান্ডকে। বাংলাদেশের দেয়া ১৩১ রানের টার্গেটে খেলতে নেমে ৬০ রানে থামে থাইল্যান্ডের ইনিংস।

স্কটল্যান্ডের ডান্ডিতে টস জিতে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান সানজিদা ইসলাম ও মোরশেদা খাতুন। উদ্বোধনী জুটিতে তারা তুলেন ৬৮ রান। মোরশেদা ব্যক্তিগত ৩৩ রানে ফিরে গেলেও সানজিদা অপরাজিত থাকেন ৭১ রানে। তার ইনিংসে ছিল ৬ বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি। ৫ উইকেটে ১৩০ রানে থামে বাংলাদেশের ইনিংস। জবাবে, বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিং  নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ৬০ রানে থামে থাইল্যান্ডের ইনিংস। সর্বোচ্চ ১৫ রান করে রত্নাপূর্ণ। বাংলাদেশের নাহিদা আক্তার ও শায়লা শারমিন নেন ২টি করে উইকেট।