দ্বিতীয়দিনের অনুশীলনে বিপিএলের দলগুলো

দ্বিতীয়দিনের অনুশীলনে বিপিএলের দলগুলো

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক :

মিরপুরে দ্বিতীয়দিনের মতো অনুশীলন করেছে বিপিএলের দলগুলো। প্রতিটি দলই জয়ের ব্যাপারে আশাবাদী। নিজেদের সেরাটা দিয়ে শিরোপা জিততে চায় সবাই।

মিরপুরে দ্বিতীয়দিনের মতো অনুশীলন করেছে বিপিএলের দলগুলো। প্রতিটি দলই জয়ের ব্যাপারে আশাবাদী। নিজেদের সেরাটা দিয়ে শিরোপা জিততে চায় সবাই।

গতবার ফাইনালে উঠেও ছোঁয়া হয়নি শিরোপা। ফাইনালে রংপুরের কাছে পরাজয় বরণ করতে হয় তাদের। এবার অধিনায়ক পরিবর্তন না হলেও, খেলোয়াড় পাল্টিয়েছে ঢাকা ডাইনামাইটস। সোহান, রনি তালুকদার, রুবেল হোসেন, শুভাগত হোমরা এই দলে। বিদেশীরা এখনো দলের সঙ্গে যোগ না দিলেও সেরা একাদশ নিয়ে প্রথম ম্যাচে মাঠে নামতে চান কোচ খালেদ মাহমুদ সুজন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সও মিরপুরে একাডেমী মাঠে শুরু করেছে অনুশীলন। এখনই শিরোপার কথা না ভেবে সেরা চার নিশ্চিত করার লক্ষ্য কোচ সালাউদ্দিনের।

মোহাম্মদ আশরাফুলও চিটাগং ভাইকিংসের জার্সিতে মাঠ মাতাবেন। নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো মাঠে দেখা যাবে তাঁকে। পুরোনো স্মৃতি ভুলে নতুনভাবে শুরু করতে চান তিনি।

সিলেট আর রাজশাহীর খেলোয়াড়রাও এদিন মিরপুরে অনুশীলনে ব্যস্ত থেকেছেন। ফরেন রিক্রুটরা এখনো দলের সঙ্গে যোগ না দেয়ায় তাদের ছাড়েই অনুশীলন করেছে দলগুলো। সিলেট সির্ক্সাসের পেসার আল আমিন হোসেন এই আসরকে জাতীয় দলের ফেরার মঞ্চ মনে করছেন। আর রাজশাহীর পেসার কামরুল ইসলাম রাব্বি, খেলতে চান সব ম্যাচ।

শনিবার শুরু হবে বিপিএলের ষষ্ঠ আসর। সূচনাদিনের দুটি ম্যাচে রংপুর একটিতে রাইডার্স খেলবে চিটাগং ভাইকিংসের বিপক্ষে। অন্য ম্যাচে ঢাকার প্রতিপক্ষ রাজশাহী।