দেশের বাইরে কিউইদের হারাতে চায় টাইগাররা

দেশের বাইরে কিউইদের হারাতে চায় টাইগাররা

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক :

পরিসংখ্যানে অনেকটা এগিয়ে নিউজিল্যান্ড। ২৮ ম্যাচের ম্যাচে তাদের জয় ২০টিতে। আর বাংলাদেশের মাত্র ৮ ম্যাচে জিতেছে। অবশ্য প্রায় চার বছর ধরে কিউইদের বিপক্ষে কোন জয় পায়নি টাইগাররা। এবার সেই অপেক্ষা অবসান হওয়ার পালা।

সময়টা ১৯৯০ সালের ২৮ এপ্রিল। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলে বাংলাদেশ। সেই দেখায় ১৬১ রানের বড় ব্যবধানে হেরেছিল গাজী আশরাফ হোসেন লিপুর দল।

এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের জন্যঅপেক্ষা করতে হয় ১৮ বছর। ২০০৮ সালের হোম অব ক্রিকেট, মিরপুরে প্রথম জয়ের দেখা পায় মাশরাফির দল। ৭ উইকেটের বড় ব্যবধানে কিউইদের পরাস্ত করে টাইগাররা।

এরপর ২০১০ সালে নিজেদের মাঠে নিউজিল্যান্ডকে বাংলাওয়াশ করে। দাপট দেখিয়ে অবিশ্বাস্যভাবে ৪-০ তে সিরিজ নিজেদের করে নেয় সাকিব-মুশফিকরা। সেটাই প্রথম নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের ঘটনা।

এর তিন বছর পর ২০১৩ সালে আবারও কিউইদের বাগে পায় বাংলাদেশ। এবার টাইগারদের থাবায় নিউজিল্যান্ডের সিরিজ হার ৩-০ ব্যবধানে।

তারপর অবশ্য কেটে গেছে প্রায় চার বছর। নিউজিল্যান্ডকে আর হারাতে পারেননি। এখন পর্যন্ত ২৮ ম্যাচে বাংলাদেশের জয়ের সংখ্যা মাত্র ৮। সবগুলোই নিজেদের মাঠে। এবার দ্বৈরথ অবশ্য তৃতীয়পক্ষের মাঠ, ডাবলিন। ত্রিদেশীয় সিরিজে আজ আবার সামনে পাচ্ছে নিউজিল্যান্ডকে; চার বছর পর নবম জয়ের অপেক্ষা বাংলাদেশের।