ডারবানে ৫৩ রানে অলআউট, বড় ব্যবধানে হারল বাংলাদেশ

ডারবানে ৫৩ রানে অলআউট, বড় ব্যবধানে হারল বাংলাদেশ

শেয়ার করুন

Darban

ক্রীড়া ডেস্ক।।

২২০ রানে হারল বাংলাদেশ। ২৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ অলআউট হয় মাত্র ৫৩ রানে। চতুর্থ দিন শেষে বিকেলে বাংলাদেশ মাত্র ১১ রানে ৩ উইকেট হারায়। পঞ্চম দিন খেলতে নেমে এক ঘণ্টাও ব্যাটিং করতে পারেনি মুমিনুল হকের দল।

৫৫ মিনিটে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। তাসকিনকে আউট করে ইনিংসের ইতি ঘটান কেশব মহারাজ। তিনি মাত্র ৩২ রান দিয়ে একাই নেন ৭ উইকেট।

বাংলাদেশের হয়ে একাই লড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তিনি ২৬ রান করেন। ১৪ রান করেন তাসকিন। এ ছাড়া কোনো ব্যাটসম্যান ৫ রানের বেশি করতে পারেননি।

দক্ষিণ আফ্রিকার ছুড়ে দেওয়া ২৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে প্যাভিলিয়নে ফেরার জন্যই যেনো উইকেট আসছিলেন বাংলাদেশের ব্যাটাররা। একটি উইকেট পতনের পর আরেকটি যেতে সময় লাগেনি একদমই।

ডারবান টেস্টের পঞ্চম দিন সবমিলিয়ে মাত্র ৫৫ মিনিটেই ৭ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ, স্কোরবোর্ডে জমা পড়েছে সর্বসাকুল্যে ৫৩ রান।

ইতিহাস গড়ার মিশনে নেমে উল্টো ২২০ রানের বিশাল পরাজয়ে ভাঙলো বাংলাদেশের স্বপ্ন। একইসঙ্গে হয়েছে বিব্রতকর এক রেকর্ড।

দক্ষিণ আফ্রিকা: প্রথম ইনিংস- ৩৬৭/১০ (১২১ ওভার)

বাংলাদেশ: প্রথম ইনিংস- ২৯৮/১০ (১১৫.৫ ওভার)

দক্ষিণ আফ্রিকা: দ্বিতীয় ইনিংস- ২০৪/১০ (৭৪ ওভার)

বাংলাদেশ: দ্বিতীয় ইনিংস- ৫৩/১০ (১৯ ওভার)

দক্ষিণ আফ্রিকা জয়: ২২০ রানে।

ম্যান অব দ্য ম্যাচ: কেশব মহারাজ ( ৩২ রান দিয়ে ৭ উইকেট)

৫১ রানে ৯ উইকেট হারিয়ে বড় হারের পথে বাংলাদেশ