টেস্ট খেলার মানসিকতাই নেই বাংলাদেশি ক্রিকেটারদের: জালাল ইউনুস

টেস্ট খেলার মানসিকতাই নেই বাংলাদেশি ক্রিকেটারদের: জালাল ইউনুস

শেয়ার করুন

channel-i-jalal-yunus
স্পোর্টস ডেস্ক :

টেস্ট খেলার মানসিকতাই নেই বাংলাদেশি ক্রিকেটারদের, বললেন বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে কমপক্ষে তিন মাস আগে ক্যাম্প শুরুর কথাও জানান তিনি।

টেস্ট ফরমেটকে বলা হয় ক্রিকেটের আভিজাত্য বা ঐতিহ্য।কিন্তু ওয়ানডে এবং টি-টোয়েন্টির যুগে সেই ফরমেটেই খেলতে সাচ্ছন্দ্য বোধ করেন না বাংলাদেশী ক্রিকেটাররা। সে কারণে অন্যদের মতো উদ্বিগ্ন বিসিবি পরিচালকও।

সোমবার থেকে ক্যারিবিয়দের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ। এরই মধ্যে ওয়ানডে ফরমেটে বড় দলের তকমা পেয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ফরমেটে দল ঘুরে দাড়াঁনোর ক্ষমতা আছে টাইগারদের মত জালাল ইউনুসের।

এদিকে, টেস্ট এবং টি-২০ ফরমেটে সাকিবের অধিনায়ক্ত নিয়েও কথা বলেন এই বোর্ড পরিচালক। ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে পেস সহায়ক উইকেট তৈরি করা হচ্ছে এমনটায় অভিমত ব্যক্ত করেন তিনি।