টাইগারদের অনন্য রেকর্ড

টাইগারদের অনন্য রেকর্ড

শেয়ার করুন

Bangladesh's Mehedi Hasan (C) celebrates with his teammates after the dismissal of West Indies' Kieran Powell during the second day of the second Test cricket match between Bangladesh and West Indies in Dhaka on December 1, 2018. (Photo by Salahuddin Ahmed / AFP)

স্পোর্টস ডেস্ক :

ক্যারিবীয়দের বিপক্ষে ঢাক টেস্টে ৫শ করার ম্যাচে আরও এক অনন্য কৃর্তী গড়েছে বাংলাদেশ। এক ইনিংসে প্রথমবার বাংলাদেশের ১১ ব্যাটসম্যানের প্রত্যেকে কমপক্ষে দুই অঙ্ক ছুঁয়েছেন।

মিরপুরে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টটি ইতিহাসের ২৩শ ৩১ নম্বর ম্যাচ। এত এত টেস্টে ১১ ব্যাটসম্যানের প্রত্যেকের ডাবল ফিগারে যাওয়ার ঘটনা এ নিয়ে ঘটল মাত্র ১৪ বার। গড়ে ১৬৬ টেস্ট পরপর এমনটা ঘটেছে।

প্রথম ১‌১০০ টেস্টে এই ঘটনা ঘটেছে মাত্র ৮ বার। সে তুলনায় এখন অবশ্য একটু নিয়মিতই ঘটছে। ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত মাত্র ৫ বার ইনিংসে প্রত্যেক ব্যাটসম্যান দুই অঙ্কে গেলেন। টেস্ট খেলুড়ে ১২ দলের মধ্যে ৬ দল এমন কীর্তি করে দেখাল। এর মধ্যে ভারত চারবার, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা তিনবার করে, অস্ট্রেলিয়া ২ বার, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ একবার করে করেছে।