জয় দিয়ে বঙ্গবন্ধু বিপিএল শুরু করলো চট্টগ্রাম

জয় দিয়ে বঙ্গবন্ধু বিপিএল শুরু করলো চট্টগ্রাম

শেয়ার করুন

297849স্পোর্টস ডেস্ক :

চাপে পড়েও ইমরুল ও ওয়ালটনের ব্যাটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জয় দিয়ে বঙ্গবন্ধু বিপিএল শুরু করেছে। উদ্বোধনী ম্যাচে তারা সিলেট থান্ডারকে ৫ উইকেট ও ১ ওভার বাকি রেখে হারায়।

সবার আগে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষীকি উদযাপদ শুরু করলো ক্রিকেট বোর্ড। জাতীর জনকের নামে বিশেষ এই টুর্নামেন্টর প্রথম বাউন্ডারি টস হেরে ব্যাট করা সিলেটের রনি তালুকদারের। আবার তিনিই প্রথম আউটের শিকারও।

সিলেটের ওপেনিং জুটি ৫ রানে শেষ হলেও, দ্বিতীয় উইকেটে চার্লস ও মিথুনের ৪৬ রান, চায়ের নগরীকে ম্যাচে ফেরায়।

৩৫ করে চার্লসের সময় শেষ হলেও, সিলেটবাসীর স্বপ্ন বড় করেন মিথুন। তার সাহসী ব্যাট কোনঠাসা করে রাখে চট্টগ্রাম বোলারদের।

এই ব্যাটসম্যানের ৪৮ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস, সিলেট থান্ডারকে দেয় লড়াইয়ের স্কোর। এছাড়াও ২৯ রানের অবদান অধিনায়ক মোসাদ্দেকের। সবমিলিয়ে ৪ উইকেটে ১৬২ রান করে তারা।

একপ্রান্ত থেকে আভিস্কা ফার্নান্দো সিলেট বোলারদের চাপে রাখলেও, অন্যপ্রান্তে থেকে সঙ্গ পাননি তিনি।

দলীয় ২০ রানে প্রথম উইকেট হারানো বন্দর নগরের দলটি, দ্বিতীয় উইকেট ঐ রানেই হারায়। জুনায়েদ-নাসিরের পর, দলীয় ৪২ আর ব্যক্তিগত ৩৩-এ ফার্নান্দোও বিদায় নেন।

৬৪ রানে ৪ উইকেট হারানোর পর, ইমরুল ও ওয়ালটনের ৮৬ রানের পার্টনারশিপে চট্টগ্রাম শুধু ঘুরেই দাঁড়ায়নি, ম্যাচও জিতে নেয় আধিপত্য দেখিয়ে।

ম্যাচে সেরা ইমরুলের ৬১ রান, বন্দর নগরীরর দলের প্রথম জয়ে বড় ভুমিকা রাখে। সঙ্গে ৪৯ রানে অপরাজিত থেকে পার্শ চরিত্রের ভুমিকাও দারুণভাবে পালন করেন ওয়ালটন।