জ্যামাইকাকে চ্যাম্পিয়ন করে দেশে ফিরেছেন সাকিব

জ্যামাইকাকে চ্যাম্পিয়ন করে দেশে ফিরেছেন সাকিব

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে জ্যামাইকা তালাওয়াসকে চ্যাম্পিয়ন করে শুক্রবার সকালে দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দলকে চ্যাম্পিয়ন করায় অন্যরকম ভাললাগা কাজ করছে বলে জানান সাকিব ।

আইপিএলে শিরোপার স্বাদ পেলেও অধরা ছিল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা। তবে এবারের আসরে সেই স্বাদও পূরণ করলেন তিনি । দলকে চ্যাম্পিয়ন করতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা । এবারের আসরে ২২.৮৫ গড়ে করেছেন ১৬০ রান । আর উইকেট পেয়েছেন মোট ১২টি । সেই পারফরমেন্সে তিনি সন্তুষ্ট বলেও জানান সাকিব

আসন্ন ইংল্যান্ড সিরিজ প্রসঙ্গে বলেন, বাংলাদেশ দল খুবই ভাল করছে। এই সিরিজে ওয়ানডে এবং টেস্ট জেতার ভাল সুযোগ রয়েছে । পাশাপাশি বলেন, মুস্তাফিজ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইনজুরি কাটিয়ে দ্রুত দলের সাথে যোগ দিবেন বলেও মত তার ।

জাতীয় দলের কন্ডিশনিং শুরু হলেও আপাতত সেখানে যোগ দিচ্ছেন না তিনি। কিছুদিন ছুটি কাটিয়ে তারপরই শুরু করবেন অনুশীলন ।