জাঁকজমকপূর্ণ ভাবে পালিত ‘আন্তর্জাতিক ক্রীড়া দিবস’

জাঁকজমকপূর্ণ ভাবে পালিত ‘আন্তর্জাতিক ক্রীড়া দিবস’

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

আজ আন্তর্জাতিক ক্রীড়া দিবস। সুশৃঙ্খলও মাদকমুক্ত ক্রীড়াঙ্গন গড়ে তোলার প্রত্যয়ে বাংলাদেশ প্রথমবারের মতো এই দিবস পালন করেছে। একটি বিশেষ ক্রীড়া দিবসের চাওয়া ছিল বহুদিনের।

অবশেষে সেই আক্ষেপ মিটেছে। ৬ এপ্রিলকে আন্তর্জাতিক ‘স্পোর্টস-ডে’ হিসেবে স্বীকৃতি দিল বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদ। নতুন এ অধ্যায়ের প্রথম দিনকে জাঁকজমক করার পরিকল্পনা নেয় ক্রীড়া মন্ত্রণালয়।

এক র্যালির আয়োজন করা হয়, যা গুলিস্তানের রোলার স্কেটিং কমপ্লেক্স থেকে শুরু হয়ে প্রেসক্লাব ঘুরে ফিরে আসে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। দেশের ক্রীড়াঙ্গনকে এবং দেশের যবু সমাজকে ক্রীড়ার দিকে আকৃষ্ট করতেই এমন উদোগ ক্রীড়া মন্ত্রনালয়ের।

ক্রীড়াঙ্গনের দূতি যেভাবে ছড়াচ্ছে সে পরিধি দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও একদিন সফলতা বয়ে আনবে বলে বিশ্বাস দেশের সেরা অ্যাথলেটদের। দেশের মোট ৪৬ ক্রীড়া ফেডারেশন স্পোর্টস ডে’তে অংশগ্রহণ করেলেও ফুটবল, হকি, ক্রিকেটের কোন তারকা খেলোয়াড় এই র্যা লিতে অংশ নেয় নি।