চ্যাম্পিয়ন্স লিগে রাতে মাঠে নামছে ইউইনাইটেড, জুভেন্টাস ও রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগে রাতে মাঠে নামছে ইউইনাইটেড, জুভেন্টাস ও রিয়াল

শেয়ার করুন

gareth-bale-real-madrid-legia-warsaw-champions-league_1lg4vqo6k7h7izdi8fevmhzi8স্পোর্টস ডেস্ক :

চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে মাঠে নামছে ম্যানচেস্টার ইউইনাইটেড,জুভেন্টাস, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। ইউনাইটেড খেলবে জুভেন্টাসের বিপক্ষে। রিয়াল মাদ্রিদের খেলা চেক প্রজাতন্ত্রের ক্লাব প্লজেনের সঙ্গে। আর সিটির প্রতিপক্ষ শাখতার। সবগুলো ম্যাচ বাংলাদেশ সময় রাত ১টায়।

তৃতীয় রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেড আতিথ্য দেবে জুভেন্টাসকে। অনেক স্মৃতি জড়ানো সেই ওল্ড ট্রাফোর্ডে খেলবেন ক্রিশ্চিয়ানো রোনলদো। প্রতিপক্ষ তার বেড়ে ওঠা ক্লাব ইউনাইটেড। প্রিমিয়ার লিগে ইউনাইটেড একেবারই ফর্মে নেই। রয়েছেন টেবিলের দশ নম্বরে।

তবে, চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিপক্ষে শক্ত পরিসংখ্যান তাদের। ২০০২-০৩ মৌসুমে সবশেষ গ্রুপ পর্বে দেখা হয়েছিল ইউনাইটেড ও জুভেন্টাসের। হোম ও অ্যাওয়ে দুটি ম্যাচেই জয় পায় ইউনাইটেড। পাশাপাশি সবশেষ ৩বারের লড়াইয়েও রেড ডেভিলদের জয়। তবে, হোসে মরিনহোকে চিন্তায় ফেলেছে দলের ইনজুরি সমস্যা।

এদিকে, জুভেন্টাস সিরি আ-তে ফর্মেই আছে। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের পরিসংখ্যানও জুভেন্টাসকে আত্মবিশ্বস দিচ্ছে। কেননা শেষ ২৩ ম্যাচে মাত্র ২টিতে হেরেছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।