গ্র্যান্ড স্লাম জিতে নতুন ইতিহাস সেরেনার

গ্র্যান্ড স্লাম জিতে নতুন ইতিহাস সেরেনার

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক:

নারী ওপেন টেনিসে ২৩টি গ্র্যান্ড স্লাম জিতে নতুন ইতিহাস তৈরি করলেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস।

শনিবার অস্ট্রেলিয়া-ওপেনের ফাইনালে, বোন ভেনাস উইলিয়ামসকে সরাসরি সেটে হারিয়ে শিরোপা জিতেন সেরেনা। পাশাপাশি স্টেফি গ্রাফের রেকর্ডকেও ভেঙ্গে দিলেন বিশ্বের দুই নাম্বার টেনিস খেলোয়াড় সেরেনা।

এর আগে গ্র্যান্ড স্লামে মোট ৮বার দুজন মুখোমুখি হন। ৬ বারই জয় নিয়ে মাঠ ছেড়েছে ছোট বোন সেরেনা। ১৪ বছর পর আবারো কোন মেজর টুর্নামেন্টে মুখোমুখি হয়ে শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে যান দু’বোন। তবে প্রথম সেট ৬-৪ গেমে জেতেন সেরেনা। দ্বিতীয় সেটেও হাল ছাড়েননি ভেনাস।

দারুণ লড়াই চালিয়ে যান তিনি। তবে এ সেটেও শক্তি আর গতির কাছে শেষ পর্যন্ত পেরে ওঠেননি সাবেক বিশ্ব সেরা খেলোয়াড় ভেনাস। ৬-৪ গেমে হেরে রানারআপ হন হন তিনি। আর ২৩টি গ্র্যান্ড স্লাম জিতে দীর্ঘ দিনের স্বপ্ন পূরন করেন সেরেনা।