গোলশূণ্য ড্র দেখলো মৌসুমের প্রথম এল ক্লাসিকো

গোলশূণ্য ড্র দেখলো মৌসুমের প্রথম এল ক্লাসিকো

শেয়ার করুন

1549515097Barca-
স্পোর্টস ডেস্ক :

গোলশূণ্য ড্রতেই শেষ হল স্প্যানিশ লা-লিগার নতুন মৌসুমের প্রথম এল-ক্লাসিকো। চোখ ধাধানো আক্রমন-পাল্টা আক্রমণে আগুন ঝরানো ম্যাচ হলেও, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের গোল মিসের মহরায় ১৭ বছর পর এমন ফলাফল।

কঠোর নিরাপত্তার চাদরে মোড়ানো ন্যুক্যাম্পের এল ক্লাসিকোয় দুই অর্ধ ছিল দুই রকম। প্রথমার্ধ সফরকারি রিয়াল মাদ্রিদের হলে, দ্বিতীয়ার্ধ নিশ্চিতভাবেই স্বাগতিক বার্সার। যেখানে বার্সেলোনা গোলরক্ষক টের স্টেগেনের অসাধারণ সেভ ও রিয়ালের দুর্ভাগ্যের বিপরীতে, এলএম টেন-মেসির পা ফসকে সুযোগ নষ্ট হওয়ার দৃশ্যে বারবার মাথায় হাত উঠেছে গ্যালারির দর্শকদের। ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ থাকলেও, তা কাজে লাগাতে ব্যর্থ রিয়াল। প্রথমার্ধে অন্তত ৩ গোলে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করে জিনেদিন জিদানের শীর্ষরা।

অন্যদিকে, ঘরের মাঠে বার্সেলোনার প্রথম সুযোগ আসে ম্যাচের ঠিক আধ ঘণ্টায়। মেসির শট বারপোস্টের নিচ থেকে ফেরান ডিফেন্ডার সার্জিও রামোস। তবে, বড় সুযোগ হাতছাড়া করেন জর্দি আলবা। মেসির বাড়িয়ে দেয়া বলকে বক্সে ফাঁকা জায়গায় পেয়েও, শট গোলপোস্টে রাখতে পারেননি এই লেফটব্যাক। ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে তাদের পরেই অবস্থান স্পেনের সফলতম দল রিয়াল মাদ্রিদের।