ক্লাবগুলোর ভবিষ্যত কি?

ক্লাবগুলোর ভবিষ্যত কি?

শেয়ার করুন

club-20190919202809
নিজস্ব প্রতিবেদক :

ক্লাবের পুরনো ঐতিহ্য ফেরাতে দরকার প্রকৃত সংগঠক। ক্রীড়াবিদ, মাদক, জুয়া, আর ক্যাসিনোয় জর্জরিত ঢাকার ঐতিহ্যবাহি সব ক্লাব। হারিয়ে গেছে ঐতিহ্য, খুজে ফিরছে নিজেদের অতীত ইতিহাস। প্রকৃত সংগঠক, ক্রীড়াবিদ কিংবা সাবেক খেলোয়াড়দের নিয়ে নতুন করে সাজাতে হবে ক্লাবগুলোকে। তবেই ফিরবে ক্লাবের পুরনো ঐতিহ্য প্রত্যাশা সবেক ক্রীড়াবিদদের।

পাড়া মহল্লায় গড়ে ওঠা বিভিন্ন ক্লাবের রয়েছে নিজ নিজ ঐতিহ্য। স্থানীয় ব্যবসায়ী বা ক্লাব সদস্যদের অর্থায়নে চলতো এসব ক্লাবের নিজস্ব আয় ব্যায়ের খরচ। চলত বিভিন্ন খেলাধুলাও। এই নিয়মের ব্যত্যয় ঘটে পরবর্তী সময়ে ক্লাবপাড়ায় তাসের খেলা প্রচলনের মধ্য দিয়ে।

সময়ের সাথে সাথে বদলে গেছে জুয়ার ধরণ। যোগ হয়েছে অত্যাধুনিক খেলার সরঞ্জামাদি। তাস ছেড়ে জুয়া রুপ নিয়েছে ক্যাসিনোতে। প্রকৃত ক্রীড়াসংগঠকদের বাদ দিয়ে ক্লাবের মালিকানা এখন একশ্রেনীর জুয়াকারবারীদের হাতে। এর থেকে উত্তরণের উপায় খুজছে ক্রীড়াবিদরা।

কাড়ি কাড়ি কাচা টাকার লেনদেন বেড়েছে, তবে ভাগ্য বদলায়নি ক্লাবগুলোর। অথচ দিন দিন খেলা থেকে ক্লাবগুলো সরে গেছে দুর বহুদুরে। একসময়ের ঐতিহ্যবাহী ক্লাব এখন শুধু টিকে রয়েছে নামেই।

দেশের খেলাধুলা পরিচালনায় বিসিবি, বাফুফের পাশাপাশি রয়েছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন, এত এত প্রতিষ্ঠান থেকেও খেলাধুলায় নেই ক্লাবগুলো। তাই ক্রীড়াসংগঠকদের দাবি ক্লাব পরিচালনায় দরকার সুনির্দীষ্ট নীতিমালা।

যুগের সাথে তাল মিলিয়ে বদলাতে হবে ক্লাবের গঠনতন্ত্র। পরচিালনায় দরকার পেশাদারিত্ব তবেই গড়ে উঠবে খেলোয়াড়, এগিয়ে যাবে দেশের ক্রীড়াঙ্গন এমনই প্রত্যাশা সবার।