কোহলিকে ছাড়াই এশিয়া কাপের জন্য ভারতের দল ঘোষণা

কোহলিকে ছাড়াই এশিয়া কাপের জন্য ভারতের দল ঘোষণা

শেয়ার করুন

dc-Cover-7j0otlm88bakk7ssht996gmuh0-20180901110559.Mediস্পোর্টস ডেস্ক :

এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। বিশ্রামে অধিনায়ক বিরাট কোহলি। দলে একমাত্র নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার খলিল আহমেদ।

কোহলি দলে না থাকায় অধিনায়কের দায়িত্ব পালন করবেন রোহিত শর্মা। সহ-অধিনায়কের দায়িত্বে শিখর ধাওয়ান। কোহলির ওপর চাপ কমাতেই এই সিদ্ধান্ত। কেননা ইংল্যান্ডের বিপক্ষে ভারতের চলমান টেস্ট সিরিজ শেষের চার দিন পরেই এশিয়া কাপ। আর এই টুর্নামেন্টে শেষে এক সপ্তাহের মধ্যেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। এরপর রয়েছে অস্ট্রেলিয়া সফরও।

চলমান ইংল্যান্ড সফরের দলকেই গুরুত্ব দিয়েছেন বিসিসিআই নির্বাচকরা। তাই লোকেশ রাহুল, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া ও জসপ্রিত বুমরাহকে রেখে দিয়েছেন। দলে ফিরেছেন আম্বাতি রায়দু, মানিশ পান্ডে, কেদার যাদব, বুমরাহ। আর বাদ পড়েছেন শ্রেয়াস আইয়ার, সিদ্ধার্থ কৌউল, সুরেশ রায়না ও উমেশ যাদব।