কোচিং স্টাফ হিসেবে দলে ফিরেছেন বাউচার

কোচিং স্টাফ হিসেবে দলে ফিরেছেন বাউচার

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক:

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে ঘিরে দক্ষিণ আফ্রিকান দলে ফিরেছেন উইকেটরক্ষ-ব্যাটসম্যান মার্ক বাউচার। তবে ২০১২ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়া এ তারকা এবার দলের সঙ্গে কোচিং স্টাফ হিসেবে কাজ করবেন।

প্রোটিয়াদের হয়ে দুর্দান্ত সময় কেটেছিল বাউচারের। ১৯৯৭ সালে অভিষেকের পর ১৪৭টি টেস্ট ও ২৯৫টি ওয়ানডে খেলে উইকেটের পেছনে রেকর্ড ৯৯৮টি ‘ডিসমিসাল‘ করেছেন।

বাউচারকে দলে পেয়ে আনন্দিত মূল কোচ রাসেল ডোমিঙ্গো বলেন, ‘মার্ক এমন একজন ক্রিকেটার, তাকে সম্মান করতেই হবে। তাকে দলে পেয়ে আমরা দারুণভাবে উপকৃত হবো। বিশেষ করে কুইন্টন ডি ককের মতো তরুণ উইকেটরক্ষক উপকৃত হবে।

আগামী ১৯ আগস্ট ডারবানে প্রথম টেস্ট খেলবে দু’দল। আর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে সেঞ্চুরিয়ানে। এই সিরিজটি যদি স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ২-০ ব্যবধানে জিততে পারে তবে র‌্যাংকিংয়ে ছয় থেকে পাঁচে উঠবে তারা।