কলম্বো টেস্টে সুবিধা জনক স্থানে শ্রীলঙ্কা

কলম্বো টেস্টে সুবিধা জনক স্থানে শ্রীলঙ্কা

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ ৩ উইকেটে হারিয়ে ১৮৪ রান। আগের দিনের ৮ উইকেটে ৩৪৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে।

কিন্তু আর মাত্র ১২ রান যোগ করে ৩৫৬ রান করে অলআউট হয় জিম্বাবুয়ে। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান আরভিন বিদায় নেন ১৬০ রানে। তিনি ক্যারিয়ার সেরা ইনিংসটি সাজান ২৫৬ বলে ১৩ চার ও ১ ছক্কায়।

এছাড়া জিম্বাবুয়ের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ করে রান করেন সিকান্দার রাজা ও ম্যালকম ওয়ালার। লঙ্কানদের হয়ে রঙ্গনা হেরাথ নেন পাঁচ উইকেট। দুটি করে উইকেট নেন গুনারত্নে ও কুমারা। জবাবে, উদ্বোধনী জুটিতে উপল থারাঙ্গা ও দিমুথ করুনারত্নে যোগ করেন ৮৪ রান। করুনারত্নে ৭১ ও থারাঙ্গা আউট হন ৭১ রানে।