ঐতিহাসিক সিরিজকে বিশ্ব একাদশকে হারিয়ে এগিয়ে গেল পাকিস্তান

ঐতিহাসিক সিরিজকে বিশ্ব একাদশকে হারিয়ে এগিয়ে গেল পাকিস্তান

শেয়ার করুন

Pakistani spectators cheer as they watch the first Twenty20 international match between the World XI and Pakistan at the Gaddafi Cricket Stadium in Lahore on September 12, 2017. / AFP PHOTO / AAMIR QURESHI        (Photo credit should read AAMIR QURESHI/AFP/Getty Images)

স্পোর্টস ডেস্ক :

স্বাধীনতাকাপ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বিশ্ব একাদশকে ২০ রানে হারিয়েছে পাকিস্তান। পাকিস্তানের দেয়া  ১৯৭ রানের জবাবে  ১৭৭ রান সংগ্রহ করতে সক্ষম হয় বিশ্ব একাদশ।
268109
সন্ত্রাসে বিধ্বস্ত পাকিস্তানে ক্রিকেট ফেরাতে দেশটির ক্রিকেট বোর্ডের পাশাপাশি আইসিসি’রও রয়েছে জোড় তৎপরতা। এরই অংশ হিসেবে শুরু হয়েছে বিশ্ব একাদশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বিশ্ব একদশের হয়ে খেলছেন টাইগার ওপেনার তামিম ইকবাল।তবে নেই কোনো ভারতীয় ক্রিকেটার।268096লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান বিশ্বএকাদশ অধিনায়ক ফাফ ডু প্লেসিস। শুরুতেই ফাকহার জামানকে তুলে নেন মরনে মরকেল। তবে বাবর আজমের ৮৬ রানের অনবদ্য ইনিংসে স্কোরবোর্ডে ৫ উইকেটে ১৯৭ রান তোলে পাকিস্তান। এছাড়া শেহজাদ ৩৯ ও সোয়েব মালিক করেন ৩৮ রান। থিসারা পেরেরা নেন ২ উইকেট। জবাবে দলীয় ৪৮ রানে ফেরেন তামিম ও হাশিম আমলা।  তমিম ১৮ ও হশিম করেন ২৬ রান। পাকিস্তানি বোলারদের কাছে হার মেনে শেষ পর্যন্ত ১৭৭ রান করে বিশ্ব একাদশ।