এবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মিসবাহ

এবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মিসবাহ

শেয়ার করুন

misbah-ul-haq-pakistan-salute-lords_3746759এটিএন টাইমস ডেস্ক:

আাগেই সরে গেছেন ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ থেকে। এবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন নিয়েছে পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক।

টি-টোয়েন্টি ও ওয়ানডে থেকে আগেই বিদায় নিয়েছেন, এবার টেস্ট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজ শেষেই জাতীয় দল থেকে বিদায় নেবেন তিনি।

১৬ বছর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের মধ্য দিয়ে টেস্ট অভিষেক হয়েছিল মিসবাহ’র। ৭২ টেস্ট খেলা মিসবাহ পাকিস্তানের সবচেয়ে সফল টেস্ট অধিনায়কও।

তার অধীনে ৫৩ ম্যাচের ২৪টিতেই জয় পেয়েছে দলটি। পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সাতে আছেন তিনি। মিসবাহ ২০১২ সালে টি-২০ থেকে এবং ২০১৫ বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নেন।