এটাই শেষ অলিম্পিক বোল্টের

এটাই শেষ অলিম্পিক বোল্টের

শেয়ার করুন

 

স্পোর্টস ডেস্ক :

রিও’র পর আর কোনও অলিম্পিক গেমসে মাঠে নামবেন না কিংবদন্তি অ্যাথলেট উসাইন ‌‌বোল্ট। সোমবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান  জ্যামাইকান স্প্রিন্টার বোল্ট। আর ক্যারিয়ার শেষ করবেন ২০১৭ সালে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দিয়ে। এমন সিদ্ধান্তে অনেক সমর্থক খুশি হবেন না বলে ও জানান তিনি।

ইতোমধ্যে রিও অলিম্পিকে ১০০, ২০০ ও ৪০০ মিটার রিলেতে সোনা জিতে ইতিহাস সৃষ্টির ঘোষণা দিয়েছেন বিশ্বের দ্রুততম এই দৌড়বিদ। আর তিনটি স্বর্ণ এই রিও থেকেই জিতবেন বলে জানান তিনি।

২০০৮ সালে বেইজিং ও ২০১২ সালে লন্ডন অলিম্পিকেও এই ইভেন্টগুলোতে স্বর্ণ জিতেছিলেন বোল্ট। এবার গলায় তিনটি স্বর্ণ পদক ঝুলাতে পারলেই ‘ট্রেবল ‘ জিতবেন এই গতিমানব।

১৩ আগস্ট ১০০ ও ১৬ আগস্ট ২০০ মিটারের লড়াইয়ে নামবেন ২৯ বছর বয়সী বোল্ট। আর ১৮ আগস্ট ৪০০ মিটার রিলেতে অংশ নেবেন তিনি।